Motorola G62: 600 টাকায় কিনুন 22,000 টাকার Motorola G62 5G ফোন, মানতে হবে এই শর্ত
Motorola G62 5G Features: ভারতীয় বাজারে Motorola G62 5G দুর্দান্ত ট্রেন্ডে রয়েছে। আপনি যদি এই ফোনটি কেনার পরিকল্পনা করেন তবে আপনি সহজেই Flipkart থেকে অর্ডার করতে পারেন। ফ্লিপকার্টে এই ফোনটি খুব সস্তায় পাওয়া যাবে।
Motorola G62 5G Price: ভারতীয় বাজারে Motorola G62 5G দুর্দান্ত ট্রেন্ডে রয়েছে। ফিচারের কারণে এই ফোনটি আলোচিত হলেও এখন হঠাৎ দাম কমে যাওয়ায় এই ফোনটি প্রচুর বিক্রি হচ্ছে। আপনি যদি এই ফোনটি কেনার পরিকল্পনা করেন তবে আপনি সহজেই Flipkart থেকে অর্ডার করতে পারেন। ফ্লিপকার্টে এই ফোনটি খুব সস্তায় পাওয়া যাবে। তবে Flipkart-এর সমস্ত অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Flipkart-এ উপলব্ধ অফার:
আপনি Flipkart থেকে Motorola G62 5G (Frosted Blue, 128GB) (6GB RAM) কিনতে পারেন। এই ফোনের আসল দাম 21,999 টাকা। তবে আপনি ফোনটিতে 31% ছাড় পাবেন। ছাড়ের পরে এই ফোনটি আপনি 14,999 টাকায় কিনতে পারবেন। এর সঙ্গে, আপনি এতে অনেক ব্যাঙ্ক অফারও পাচ্ছেন। Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন। Flipkart-এ পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 14,400 টাকা ছাড় পাওয়া যাবে। সমস্ত অফারের পর এই ফোনটি আপনি মাত্র 600 টাকায় কিনতে পারবেন। কিন্তু এই ধরনের ছাড় পেতে হলে আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা ঠিক থাকতে হবে। আর টাকার পরিমান ফোনের মডেলের ওপরও নির্ভর করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের উপর 1 বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। আজ অর্থাৎ 22 ফেব্রুয়ারি এই ফোনটি অর্ডার করলে 24 ফেব্রুয়ারির মধ্যে ডেলিভারি করা হবে। এই ফোনটি কেনার আগে সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন জেনে নিন।
Moto G62-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Moto G62-তে রয়েছে 6.55 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনে শক্তি যোগাবে Snapdragon 695 চিপসেট। সঙ্গে রয়েছে 8 GB পর্যন্ত RAM। সেভেন, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও এতে দেওয়া হয়েছে, যার প্রাথমিক ক্যামেরা 50MP এর উপলব্ধ। PDAF ও কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার হয়েছে এই ফোনে। সঙ্গে একটি 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16 MP ক্যামেরা। ফোনটিতে 5000 mAh ব্যাটারি পাওয়া যাচ্ছে। যেখানে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর দেওয়া হয়েছে এতে। কানেক্টিভিটির জন্য থাকছে ডুয়াল ব্যান্ড WiFi, 5G, 4G LTE, Bluetooth v5.1, 3.5 mm হেডফোন জ্যাক ও USB Type-C পোর্ট। মোট 12টি 5G ব্যান্ড সাপোর্ট রয়েছে।