ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন স্মার্টফোন নোকিয়া এক্সআর২০। দিওয়ালির আগেই এই ফোন ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, নোকিয়া এক্সআর২০ ফোন অতিরিক্ত তাপমাত্রাতেও ঠিক থাকবে। ৫৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঠিকঠাক থাকবে নোকিয়ার এই স্মার্টফোন। এছাড়াও এই ফোন ১.৮ মিটার উঁচু থেকে পড়ে গেলে কিংবা এক ঘণ্টা জলের নীচে থাকলেও নষ্ট হবে না। এর পাশাপাশি এই ফোনে রয়েছে চার বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেট এবং তিন বছরের জন্য মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড। নোকিয়া এক্সআর ২০ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা এবং একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৪৮০ প্রসেসর এবং Zeiss optics ফিচার।
ভারতে নোকিয়া এক্সআর২০ ফোনের দাম
ভারতে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা। ২০ অক্টোবর থেকে এই ফোনের প্রি-বুকিং শুরু হবে। গ্রানাইট এবং আলট্রা ব্লু রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার এই স্মার্টফোন। ৩০ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সংস্থা এবং অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
নোকিয়া এক্সআর২০ ফোনের বিভিন্ন ফিচার
আরও পড়ুন- Samsung Galaxy S21 FE: ২০২২ সালের জানুয়ারি মাসে লঞ্চ হতে পারে এই ফোন, দেখুন সম্ভাব্য কিছু ফিচার
আরও পড়ুন- Realme Q3s: অক্টোবরেই লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য কিছু ফিচার