AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লঞ্চের 5 মাসের মাথায় 5,000 টাকা সস্তা হল Nothing Phone 2

চলতি বছরের জুলাই মাসে Nothing Phone 2 লঞ্চ করা হয়েছিল মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে - 8GB RAM/128GB, 12GB/256GB এবং 12GB/512GB। সেই সময় এই ভ্যারিয়েন্টগুলির দাম ছিল 44,999 টাকা, 49,999 টাকা এবং 54,999 টাকা। এখন এই তিনটি ভ্যারিয়েন্ট 5,000 টাকা করে সস্তা হওয়ার ফলে এদের দাম হয়ে যাচ্ছে 39,999 টাকা (8GB/128GB), 44,999 টাকা (12GB/256GB) এবং 49,999 টাকা (12GB/512GB)।

লঞ্চের 5 মাসের মাথায় 5,000 টাকা সস্তা হল Nothing Phone 2
এক ধাক্কায় অনেকটাই সস্তা হল Nothing Phone 2।
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 10:27 AM
Share

লঞ্চের প্রায় পাঁচ মাসের মাথায় Nothing Phone 2-এর দাম কমে গেল। এক ধাক্কায় 5,000 টাকা সস্তা হল ফোনটি। ফলে, Nothing-এর দ্বিতীয় প্রজন্মের হ্যান্ডসেটটি ক্রয় করতে 40,000 টাকারও কম খরচ হবে। অফারের এখানেই শেষ নয়। ফোনের পাশাপাশিই আবার CMF 65W GaN চার্জার দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়ে। এই চার্জারের দাম আগে যেখানে 2,999 টাকা ছিল, তাই এখন পাওয়া যাবে বিশেষ ছাড়ে মাত্র 1,999 টাকায়। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, Nothing Phone 2-এর রিটেল বক্সে কাস্টমাদের কোনও চার্জার অফার করা হয় না।

Nothing Phone 2: এখন দাম কত হল

চলতি বছরের জুলাই মাসে Nothing Phone 2 লঞ্চ করা হয়েছিল মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে – 8GB RAM/128GB, 12GB/256GB এবং 12GB/512GB। সেই সময় এই ভ্যারিয়েন্টগুলির দাম ছিল 44,999 টাকা, 49,999 টাকা এবং 54,999 টাকা।

এখন এই তিনটি ভ্যারিয়েন্ট 5,000 টাকা করে সস্তা হওয়ার ফলে এদের দাম হয়ে যাচ্ছে 39,999 টাকা (8GB/128GB), 44,999 টাকা (12GB/256GB) এবং 49,999 টাকা (12GB/512GB)।

Nothing Phone 2: ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির OLED স্ক্রিন, যা 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট দিতে পারে। কর্নিং গোরিলা গ্লাস দ্বারা এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Nothing OS 2.0 অপারেটিং সিস্টেম রয়েছে এতে, যা আপ টু ডেট ইন্টারফেস দিতে সক্ষম।

রয়েছে চমৎকার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 50MP Sony IMX890 সেন্সর, যা OIS এবং EIS দুই সাপোর্ট করে। এছাড়া রয়েছে একটি 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড সেন্সরও। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

অত্যন্ত শক্তিশালী একটি 4,700mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।