ফোনে আকর্ষণীয় ছাড় দিতে Croma-র সঙ্গে জুটি বাঁধল Nothing

Nothing Phone 2 OFERS: কত টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে নাথিং প্রোডাক্টগুলিতে? প্রথমেই জেনে রাখা ভাল, Croma-র সমস্ত রিটেল আউটলেটেই Nothing প্রোডাক্টের উপরে এই অফারগুলি পাওয়া যাবে। প্রাথমিক ভাবে Nothing Phone (2)-এর উপরে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই অফার ICICI ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য।

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে Croma-র সঙ্গে জুটি বাঁধল Nothing
নাথিং ফোনে ব্যাপক ছাড়।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 8:12 PM

কার্ল পেইয়ের সংস্থা Nothing খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক বছরের ব্যবধানে সংস্থাটি দুটি স্মার্টফোন, ইয়ারবাড, এমনকী স্মার্টওয়াচ, ইয়ারবাডের মতো গ্যাজেট লঞ্চ করতে সংস্থাটি একটি সাব-ব্র্যান্ডের জন্মও দিয়েছে। এবার Tata-র নিজস্ব সংস্থা Croma-র সঙ্গে জুটি বেঁধে ভারতে Nothing তাদের একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। সেই তালিকায় রয়েছে, Nothing Phone (1), Nothing Phone (2), Nothing Ear (1) এবং CMF by Nothing-এর বিভিন্ন প্রোডাক্টও।

এখন প্রশ্ন হচ্ছে কত টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে নাথিং প্রোডাক্টগুলিতে? প্রথমেই জেনে রাখা ভাল, Croma-র সমস্ত রিটেল আউটলেটেই Nothing প্রোডাক্টের উপরে এই অফারগুলি পাওয়া যাবে। প্রাথমিক ভাবে Nothing Phone (2)-এর উপরে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই অফার ICICI ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য।

Nothing ও Croma-র এই পার্টনারশিপ সম্পর্কে Nothing-এর জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মনু শর্মা বলছেন, “ভারত হল Nothing-এর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই পার্টনারশিপ আমাদের Croma-র অনেক ক্রেতাদের কাছে Nothing-এর আইকনিক ডিজাইন এবং প্রযুক্তি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিয়েছে। ক্রোমা হল ভারতের শীর্ষস্থানীয় রিটেল বিক্রেতার মধ্যে একটি। সংস্থার এই সহযোগিতা সম্পূর্ণ নতুন দর্শকদের কাছে আমাদের পণ্যগুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রদর্শন করে।”

Nothing Phone (2) লঞ্চ হয়েছে চলতি বছরেই। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চির ডিসপ্লে। এই স্ক্রিনটি তার আগের প্রজন্মের ফোনের তুলনায় 0.15 ইঞ্চি বড়। নতুন ফোনটিতে রয়েছে FHD+ OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। সেলফি ক্যামেরার জন্য এই ফোনে রয়েছে পাঞ্চ হোল কাট।

ফোনের ডিসপ্লেটি 1600 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 8+ Gen 1 চিপসেট, যা পেয়ার করা হয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 13 ভিত্তিক Nothing OS 2.0 আউট অফ দ্য বক্স।