OnePlus 11 Price Leak: বছরের প্রথম OnePlus ফোন ভারতে লঞ্চ হবে এই দামে

OnePlus 11 Price In India: OnePlus ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। 7 ফেব্রুয়ারি ভারতে OnePlus-এর একটি বড় ইভেন্ট রয়েছে। OnePlus 11 স্মার্টফোন এই দিনে ভারতে লঞ্চ হবে।

OnePlus 11 Price Leak: বছরের প্রথম OnePlus ফোন ভারতে লঞ্চ হবে এই দামে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2023 | 2:40 PM

OnePlus ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। 7 ফেব্রুয়ারি ভারতে OnePlus-এর একটি বড় ইভেন্ট রয়েছে। OnePlus 11 স্মার্টফোন এই দিনে ভারতে লঞ্চ হবে। এই 5G ফোনের সঙ্গে OnePlus Buds Pro 2 TWS এবং OnePlus কীবোর্ডও বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। একটি ওয়েবসাইটের মাধ্য়মে স্পেসিফিকেশনগুলি ইতিমধ্যেই জানা গিয়েছে। একই সময়ে, OnePlus 11-এর দামও সামনে এসেছে। টেক ওয়েবসাইট Pricebaba OnePlus 11 5G ফোনের দাম ফাঁস করেছে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হবে। 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ বেস মডেলটির দাম হবে 54,999 টাকা। OnePlus 11-এর অন্য দুটি ভেরিয়েন্টই 16 GB RAM সাপোর্ট করবে। এর মধ্যে 256 GB স্টোরেজ মডেলটি 59,999 টাকায় এবং 512 GB মেমরি ভেরিয়েন্ট 66,999 টাকায় লঞ্চ করা হবে।

OnePlus Buds Pro 2-এর দাম:

Pricebaba-এর রিপোর্ট অনুসারে, OnePlus Buds Pro 2 কে OnePlus Buds Pro-এর আপডেটেড ভার্সন হিসেবে আনা হবে যা 2021 সালে বাজারে এসেছিল। রিপোর্ট অনুযায়ী, এই TWSগুলি ভারতে 11,999 টাকা দামে লঞ্চ করা হবে।

OnePlus 11-এর ফিচার ও স্পেসিফিকেশন:

OnePlus 11 5G 6.7-ইঞ্চি QHD+ 2K কার্ভড এজ ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি E5 AMOLED প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশ হারে কাজ করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। OnePlus 11 5G ফোনে একটি Qualcomm Snapdragon 8 Gen 2 octa-core প্রসেসর রয়েছে যা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। পাওয়ার ব্যাকআপের জন্য, একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 100 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিতে কাজ করে।

একটি OnePlus 11 5G ফোন ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনের পিছনের প্যানেলে 50MP Sony IMX890 প্রাথমিক সেন্সর দেওয়া হয়েছে যাতে 48MP Sony IMX581 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP Sony IMX709 2X পোর্ট্রেট লেন্স রয়েছে। একই সময়ে, এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।