AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নজর কাড়া লাল রঙে OnePlus 11R লঞ্চ হল পুজোর আগেই, দামও অনেক সস্তা

OnePlus 11R Solar Red Price: ফোনটিতে একটি 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এর রেজোলিউশন 2772×1240 পিক্সেল। ফোনটিতে 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির সর্বোচ্চ উজ্জ্বলতা 1450 nits। এতে Octacore Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া হয়েছে, যাতে ফোনটিতে খুব দ্রুত কাজ করা যায়।

নজর কাড়া লাল রঙে OnePlus 11R লঞ্চ হল পুজোর আগেই, দামও অনেক সস্তা
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 11:00 AM
Share

OnePlus একটি নতুন Solar Red Edition স্মার্টফোন লঞ্চ করেছে। এটি একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন। ফোনটিতে 18 GB RAM এবং 512 GB স্টোরেজ দেওয়া হয়েছে। OnePlus 11R Solar Red Edition ভারতে 45,999 টাকায় আনা হয়েছে। তবে আপনাকে এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না। আপনি অনেক কম দামে ফোনটি পেয়ে যাবেন। ফোনটি OnePlus ওয়েবসাইট, OnePlus Store অ্যাপ, OnePlus Experience Store এবং Amazon ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোম্পানি এতে দুর্দান্ত সব ফিচারও দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এতে কী অফার আছে। আর ফিচার ও স্পেসিফিকেশন।

ডিসকাউন্ট অফার:

আপনি আজ অর্থাৎ 7 অক্টোবর 2023 থেকে ফোনটি কিনতে পারবেন। সোলার রেড এডিশন স্মার্টফোনটি কিনলে আপনি 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেয়ে যাবেন। এছাড়াও আপনি বিনামূল্যে OnePlus Buds Z2 কিনতে পারবেন। ফোনটিতে 12 মাসের নো-কস্ট ইএমআই-এর অপশনও দেওয়া হচ্ছে। 8 অক্টোবর থেকে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফারে আপনি 1000 টাকার ডিসকাউন্টে ফোনটি কিনতে পারবেন। আপনি 3000 টাকার বিনিময় বোনাসও পাবেন। এবার দেখে নেওয়া যাক এতে কী কী ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।

OnePlus 11R Solar Red Edition -এর স্পেসিফিকেশন ও ফিচার:

ফোনটিতে একটি 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এর রেজোলিউশন 2772×1240 পিক্সেল। ফোনটিতে 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির সর্বোচ্চ উজ্জ্বলতা 1450 nits। এতে Octacore Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া হয়েছে, যাতে ফোনটিতে খুব দ্রুত কাজ করা যায়। ফোনটি Android 13 ভিত্তিক OxygenOS 13-এ কাজ করে। এছাড়াও এই নতুন ফোনের ক্যামেরার দিকেও বিশেষ নজর রেখেছে কোম্পানি। এতে ডুয়াল ন্যানো সিম দেওয়া হয়েছে। ফোনটিতে 50MP মেন ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও একটি 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। এছাড়াও 2MP ম্যাক্রো ক্যামেরা পাওয়া যায়। ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি রয়েছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।