OnePlus Smartphone: ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনে রয়েছে আইসিআইসি ব্যাঙ্কের দুর্দান্ত ছাড়

OnePlus.in এবং অ্যামাজনের ওয়েবসাইটে রয়েছে এইসব অফার এবং ডিল। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

OnePlus Smartphone: ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনে রয়েছে আইসিআইসি ব্যাঙ্কের দুর্দান্ত ছাড়
অ্যামাজন এবং ওয়ানপ্লাসের অফিশিয়াল সাইটে চালু রয়েছে অফার।

| Edited By: Sohini chakrabarty

Dec 08, 2021 | 8:00 AM

ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি, এই তিনটি ফোনের ক্ষেত্রে যুক্ত হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের ডিসকাউন্ট। ই-কমার্স সাইটগুলিতে এই অফার দেখা যাচ্ছে। ওয়ানপ্লাস ৯ রেঞ্জের ক্ষেত্রে প্রায় ৮ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে ক্রেতাদের জন্য। আর ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি ফোনের ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ট্রানজাকশন হলে ১৫০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় রয়েছে। সেই সঙ্গে রয়েছে কুপন ডিসকাউন্ট। OnePlus.in এবং অ্যামাজনের ওয়েবসাইটে রয়েছে এইসব অফার এবং ডিল। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি, তিনটি ফোনেই রয়েছে কুপন ডিসকাউন্ট।

ওয়ানপ্লাস ৯ প্রো- এক্ষেত্রে যেসব ক্রেতা আইসিআইসি ব্যাঙ্কের কার্ড এবং ইএমআই- এর মাধ্যমে ট্রানজাকশন করে ফোন কিনবেন তাঁদের জন্য ৫০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড়ের ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি আইসিআইসি ব্যাঙ্কে ৯ মাসের জন্য নো-কস্ট ইএমআইয়ের সুবিধা দিচ্ছে। OnePlus.in এবং অ্যামাজন, দুই ওয়েবসাইটেই এই অফার প্রযোজ্য। এক্ষেত্রে আইসিআইসিআই ব্যঙ্কের তরফে ক্রেতাদের জন্য ৫০০০ টাকা কুপন কোড ছাড়ও রয়েছে। এই ডিল হল অতিরিক্ত অফার। দুটো অফার মিলিয়ে দেখা যাচ্ছে ওয়ানপ্লাস ৯ প্রো ফোনে ১০ হাজার টাকা ছাড় রয়েছে।

ওয়ানপ্লাস ৯- এই ফোনের উপর ৮০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিংবা ইএমআই ট্র্যানজাকশনের মাধ্যমে ফোন কিনলে এই ছাড়ের সুবিধা পাবেন। এছাড়াও এই ফোনের ক্ষেত্রে ৫০০০ টাকা কুপন কোড ছাড়ও রয়েছে। OnePlus.in এবং অ্যামাজন, দুই ওয়েবসাইটেই এই অফার প্রযোজ্য। দুটো অফার মিলিয়ে মোট ১৩ হাজার টাকার ছাড় রয়েছে ওয়ানপ্লাস ৯ ফোনের ক্ষেত্রে।

ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি- আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে এই ফোন কিনলে কিংবা ইএমআই ট্রানজাকশন করলে ১৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তিন মাসে জন্য নো-কস্ট ইএমআই অপশন থাকছে ক্রেতাদের জন্য। OnePlus.in এবং অ্যামাজন, দুই ওয়েবসাইটেই এই অফার প্রযোজ্য।

অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে আইসিআইসি ব্যাঙ্কের এই কার্ড অফার ওয়ানপ্লাস ফোনের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা এই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ওয়ানপ্লাসের এই তিনটি ফোনের কোনও একটি ফোন কিনলেও অফার প্রযোজ্য থাকবে।

আরও পড়ুন- Infinix Note 11 Series: ভারতে ইনফিনিক্স নোট ১১ এবং নোট ১১এস লঞ্চ হবে আগামী ১৩ ডিসেম্বর

আরও পড়ুন- Redmi Note 11T 5G: ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়েছে, বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত? দেখে নিন

আরও পড়ুন- Best Smartphones: ডিসেম্বরে বাজেট ফোন কিনতে চান? দেখে নিন ১০ হাজারের কমে ভারতে কোন কোন স্মার্টফোন পাবেন