OnePlus Nord 2T লঞ্চ হয়ে গেল ভারতে, দাম 28,999 টাকা, সুপার-ফাস্ট চার্জিং, আধ ঘণ্টায় 100%

Price And Specifications: এবার ভারতেও চলে এল OnePlus Nord 2T ফোনটি। 30,000 টাকা দামের মধ্যে এই স্মার্টফোনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার। সেগুলিই এক নজরে দেখে নেওয়া যাক।

OnePlus Nord 2T লঞ্চ হয়ে গেল ভারতে, দাম 28,999 টাকা, সুপার-ফাস্ট চার্জিং, আধ ঘণ্টায় 100%
OnePlus Nord 2T: ইউরোপের পর এবার ভারতের বাজারেও ঝড় তুলে এল এই নর্ড ফোনটি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2022 | 2:06 PM

OnePlus Nord 2T ভারতে লঞ্চ হয়ে গেল। ফোনটির দাম শুরু হচ্ছে 28,999 টাকা থেকে। এই নতুন ওয়ানপ্লাস ফোনে তার আগের মডেলের থেকে সামান্য আপগ্রেডেশন দেওয়া হয়েছে। Nord 2T ফোনের স্পেসিফিকেশনের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে অরিজিনাল Nord 2 স্মার্টফোনের। কেবল দুটি মূল জায়গায় বড় পরিবর্তন করা হয়েছে। নতুন ফোনটিতে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক চিপসেট এবং ফাস্টার-চার্জিং স্পিড রয়েছে। এই নতুন মিড-রেঞ্জ হ্যান্ডসেটে তিন বছরের মেজর Android OS এবং সিকিওরিটি আপডেট দেওয়া হবে। OnePlus Nord 2T ফোনে Android 12 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। অর্থাৎ পরবর্তীতে ফোনটি Android 13 এবং Android 14 আপডেট পেয়ে যাবে।

OnePlus Nord 2T ভারতে দাম ও উপলব্ধতা

মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে OnePlus Nord 2T ফোনটি লঞ্চ করা হয়েছে। বেস মডেল অর্থাৎ 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের এই ফোনে দাম 28,999 টাকা। অন্য দিকে ফোনটির হাই-এন্ড 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 33,999 টাকা। 5 জুলাই থেকে এই ফোনটি অ্যামাজন, ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন অফলাইন অর্থাৎ রিটেল দোকান থেকে কেনা যাবে।

OnePlus Nord 2T স্পেসিফিকেশনস, ফিচার্স

এই লেটেস্ট ওয়ানপ্লাস নর্ড ফোনে রয়েছে একটি 6.43 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা Full HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। ডিভাইসটিতে একটি AMOLED প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। এই ডিসপ্লে আবার HDR 10+ সার্টিফিকেশন পেয়েছে। ব্যবহারকারীরা নিশ্চিন্তে এই ফোন থেকে হাই-কোয়ালিটি কন্টেন্ট চাক্ষুষ করতে পারবেন।

OnePlus Nord 2T ফোনের পাওয়ারের দিকটি নিশ্চিত করতে রয়েছে একটি MediaTek Dimensity 1300 চিপসেট। প্রসেসরটি পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। থাকছে অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই ফোন 80W চার্জিং সাপোর্ট করবে। গুরুত্বপূর্ণ কারণ, এই মুহূর্তে ওয়নপ্লাসের কেবল মাত্র 10R ফোনটিই 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সেই ফোনের দাম এখন 38,999 টাকা। সংস্থাটি দাবি করছে, মাত্র 30 মিনিটেই ফোনটি 100% চার্জ হয়ে যাবে।

একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে OnePlus Nord 2T ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP Sony IMX766 ক্যামেরা, যা OIS বা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 8MP ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2MP টেরটিয়ারি সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য লেটেস্ট ওয়ানপ্লাস ফোনটিতে একটি 32MP ক্যামেরা রয়েছে, যা EIS বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে।