ওয়ানপ্লাস নর্ড সিরিজ়ে (OnePlus Nord Series) আর একটি নতুন মডেল যোগ হতে চলেছে। আর সেই মডেলের নাম ওয়ানপ্লাস নর্ড টুটি বা ওয়ানপ্লাস নর্ড ২টি (OnePlus Nord 2T)। সূত্রের খবর, ভারতে এই মুহূর্তে ফোনটির টেস্টিং চলছে। আর আনুষ্ঠানিক ভাবে সেই ফোনটি ঘোষণা করার আগেই তার লুক প্রকাশ্যে চলে এসেছে। নতুন একটি রেন্ডার (Render) অনলাইনে লিক হয়েছে, যেখানে দেখা গিয়েছে এই ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের ব্যাক প্যানেলের ডিজ়াইন এবং ফোনের ক্যামেরা সংক্রান্ত বেশ কিছু তথ্য সম্পর্কেও জানা গিয়েছে।
অনবদ্য ক্যামেরা মডিউল
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ৯১মোবাইলস এই ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের প্রথম রেন্ডার সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছে। ছবিতে দেখা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনটির রিয়ার বা ব্যাক প্যানেল অনেকাংশেই ওপ্পো রেনো ৭ প্রো ফোনের মতো হতে চলেছে। কেবল একটি জায়গায় তফাৎ থাকছে ফোন দুটির মধ্যে। আর সেটি একটি বড়সড় পরিবর্তন। বড় ক্যামেরা কাটআউট, একটি রেক্ট্যাঙ্গুলার আইল্যান্ড থাকলেও ফোনটির রিয়ার প্যানেলের লুক সামগ্রিক ভাবে হালফিলের অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে একটু আলাদা।
উপরে থাকছে বেশ বড় একটি ক্যামেরা মডিউল যেটি প্রাইমারি সেন্সর এবং তা প্রায় ক্যামেরা প্যানেলের হাফ জায়গা জুড়ে বিস্তৃত একটি সার্কুলার এরিয়া। তার নীচে থাকছে আরও দুটি সেন্সর। আর সেই দুটি ক্যামেরা সেন্সরের সাইজ় বেশ ছোট এবং দুটিকেই ধরানো হয়েছে এই সিঙ্গেল সার্কেলের মধ্যে। এই ক্যামেরা আইল্যান্ডে রয়েছে দুটি এলইডি ফ্ল্যাশলাইট এবং সম্ভবত দুটি আলাদা কালারও থাকবে।
পুরনো লুকই ফেরাচ্ছে ওয়ানপ্লাস
এই ক্যামেরা প্যানেলের ডিজ়াইনে যে বেশ নতুনত্ব রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের রিয়ার প্যানেলে স্ট্যান্ডস্টোন ফিনিশ দেওয়া হচ্ছে, যা আমরা আগের ওয়ানপ্লাস ফোনগুলির ক্ষেত্রে দেখতে পেতাম যেমন, ওয়ানপ্লাস ওয়ান ও ওয়ানপ্লাস টু। এই স্ট্যান্ডস্টোন ফিনিশ আকর্ষণীয় মনে হলেও পেল ব্লু ও ম্যাটে ফিনিশের ক্যামেরা মডিউল আজকের প্রজন্মের কাছে কতটা আকর্ষণীয় হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
ফিচার্স ও স্পেসিফিকেশনস
এই রেন্ডার প্রকাশ্যে আসার আগেই ওয়ানপ্লাস নর্ড ২টি মডেলের ফিচার্স ও স্পেসিফিকেশনস লিক হয়ে গিয়েছিল। সেগুলিই একবার জেনে নিন।
১) ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনে থাকছে একটি ৬.৪৩ ইঞ্চির এউফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্ৎজ়।
২) পারফর্ম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে ১২জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
৩) সফ্টওয়্যার হিসেবে এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম।
৪) ফোনটিতে দেওয়া হচ্ছে একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি যা ৮০ ওয়াট সুপারভিওওসি চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
৫) এই ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে থাকছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর।
৬) ওয়ানপ্লাস নর্ড সিরিজ়ের অন্যান্য ফোনের মতোই এই ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের দামও ২০,০০০ টাকার কম হতে চলেছে।
আরও পড়ুন: ভারতে ফোন তৈরি করে বিদেশে রফতানি করবে শাওমি, ভিভো ও ওপ্পো, এবার দাম হবে আরও কম!
আরও পড়ুন: ফ্লিপকার্টে শুরু হল রিফারবিশড স্মার্টফোন সেল, মাত্র ৯,৯৯৯ টাকায় আইফোন