ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।
ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি (OnePlus Nord CE 2 Lite 5G) ফোন লঞ্চ হল ভারতে। এই ফোনে (OnePlus Smartphone) রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। তার সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। একাধিক ক্যামেরা মোড রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে। আর এই ফোনের বিশেষত্ব হল এখানে রয়েছে একটি গেম ফোকাস মোড। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা। ব্ল্যাক ডাস্ক এবং ব্লু টাইড- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোন। অ্যামাজন ইন্ডিয়া, ওয়ানপ্লাস ইন্ডিয়া ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল স্টোর, ক্রোমা স্টোর এবং নির্দিষ্ট কিছু পার্টনার স্টোর থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ৩০ এপ্রিল দুপুর ১২টা থেকে।
ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 12.1- এর সাহায্যে।
- ৬.৫৯ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
- এই ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম যুক্ত রয়েছে।
- ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়াও ২ মেগাপিক্সেলের শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে।
- ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সোনি IMX471 সেনসর।
- এই ফোনে ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ রয়েছে।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপার VOOC ওয়্যারড চার্জিং ফিচার রয়েছে। ওয়ানপ্লাস সংস্থার দাবি এই চার্জিং ফিচারের সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে।
- এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ৩.৫ মিলিমিটার অডিয়ো জ্যাক, ব্লুটুথ ভি ৫.২, টাইপ- সি ইউএসবি।
আরও পড়ুন- OnePlus 10R 5G: ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার, ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর নিয়ে ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাস ১০আর ৫জি
আরও পড়ুন- Motorola Edge 30: মোটোরোলা এজ ৩০ লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে, ভারতে কবে আসছে?