OnePlus Nord CE 2 Lite স্মার্টফোন কিনুন জলের দরে, দাম কমল 2000 টাকা
OnePlus Nord CE 2 Lite Price: 2022-এর এপ্রিলে ফোনটি লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের OnePlus স্মার্টফোনটিতে 2,000 টাকা ছাড় পাবেন। স্মার্টফোনি দু'টি ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। আর উভয় ভ্যারিয়েন্টের দামই কমানো হয়েছে।
ভারতীয় বাজারে OnePlus কোম্পানিটি জনপ্রিয় হওয়ার পর থেকে একের পর এক নতুন ফোন বাজারে এনে চলেছে। আর তার আগের মডেলগুলির উপর ছাড় দিচ্ছে প্রায়ই। অনলাইনে বিভিন্ন ফোনের উপরই বিরাট ছাড় পাওয়া যায়। তাই বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইনে শপিং করতে পছন্দ করেন। তবে OnePlus আর একটি জনপ্রিয় ফোনের উপর ছাড় দিয়েছে। আপনি যদি অনেক দিন ধরে OnePlus-এর ফোন কেনার প্ল্যান করেন, তবে এই সুযোগে কিনে ফেলতে পারেন। OnePlus কোম্পানি তাদের 8GB RAM-এর একটি স্মার্টফোনের দাম কমিয়েছে। OnePlus Nord CE 2 Lite হল কোম্পানির প্রথম স্মার্টফোন, যা আপনি 20,000 টাকার কমে কিনতে পারবেন।
2022-এর এপ্রিলে ফোনটি লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের OnePlus স্মার্টফোনটিতে 2,000 টাকা ছাড় পাবেন। স্মার্টফোনি দু’টি ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। আর উভয় ভ্যারিয়েন্টের দামই কমানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আপনি এই ফোনটি কত টাকায় কিনতে পারবেন।
OnePlus Nord CE 2 Lite-এর নতুন দাম এবং ছাড়:
OnePlus Nord CE 2 Lite 5G দু’টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। 6GB এবং 8GB ভ্যারিযেন্টের দাম 19,999 টাকা এবং 21,999 টাকা। কোম্পানি এই দু’টি ভ্যারিয়েন্টের দাম 2,000 টাকা কমিয়েছে। অর্থাৎ, এখন আপনি 6GB ভ্যারিয়েন্টটি 17,999 টাকায় কিনতে পারবেন। আর 8GB ভ্যারিয়েন্টটি 19,999 টাকার কম দামে কেনা যাবে।
OnePlus Nord CE 2 Lite-এর স্পেসিফিকেশন ও ফিচার:
এই OnePlus Nord CE 2 Lite-এ 1080×2412 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.59-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হয়েছে। OnePlus Nord CE 2 Lite 5G-তে, আপনি 128GB ইন্টারনাল স্টোরেজ পাবেন, যা মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। পিছনের ক্যামেরা সেটআপে, প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ ক্যামেরার দিকে কোম্পানিটি বিশেষ নজর রেখেছে। সেলফি তোলার জন্য সামনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। আপনাকে বার বার চার্জে দেওয়ার চিন্তা করতে হবে না।