AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চমকপ্রদ অফার আনল OnePlus, সারা জীবন স্মার্টফোনের ডিসপ্লে মেরামত হবে ফ্রিতে

Lifetime Screen Warranty: OnePlus ভারতীয় ব্যবহারকারীদের জন্য আজীবন ওয়ারেন্টি দিচ্ছে। কিছু OnePlus ব্যবহারকারী স্মার্টফোনের ডিসপ্লেতে 'গ্রিন-স্ক্রিন' বা সবুজ-স্ক্রিন-এর মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা মাথায় রেখেই কোম্পানি এত বড় পদক্ষেপ নিয়েছে।

চমকপ্রদ অফার আনল OnePlus, সারা জীবন স্মার্টফোনের ডিসপ্লে মেরামত হবে ফ্রিতে
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 11:19 AM
Share

বিগত বেশ কয়েকদিন ধরে OnePlus-এর কিছু ফোনে ‘গ্রিন-স্ক্রিন’-এর মতো সমস্যা দেখা দিচ্ছিল। ‘গ্রিন-স্ক্রিন’ বা সবুজ-স্ক্রিন-এর সমস্যা হল হঠাৎই ফোনের ডিসপ্লেতে আপনি কিছু দেখতে পাবেন না। সেটি সবুজ রঙের হয়ে যাবে। এবার এই সমস্যার সমাধান করতে কোম্পানিটি লাইফটাইম স্ক্রিন ওয়ারেন্টি অফার করেছে। কোম্পানি জানিয়েছে, যে এই ওয়ারেন্টিতে বেশ কিছু ফোন রাখা হয়েছে। তবে OnePlus 8 Pro, OnePlus 8T, OnePlus 9 এবং OnePlus 9R-এর মতো অত্যধিক পুরানো মডেলগুলি তালিকায় নেই। সেই সঙ্গে OnePlus একটি দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। আপনি যদি আপনার পুরনো ফোনটি পাল্টে নতুন OnePlus-এর ফোন কেনেন, বিশেষ করে OnePlus 10R মডেলটি কেনেন, তাহলে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার পেয়ে যাবেন।

লাইফটাইম ওয়ারেন্টি কেন দিচ্ছে?

OnePlus ভারতীয় ব্যবহারকারীদের জন্য আজীবন ওয়ারেন্টি দিচ্ছে। কিছু OnePlus ব্যবহারকারী স্মার্টফোনের ডিসপ্লেতে ‘গ্রিন-স্ক্রিন’ বা সবুজ-স্ক্রিন-এর মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা মাথায় রেখেই কোম্পানি এত বড় পদক্ষেপ নিয়েছে। তথ্য অনুসারে, এই আজীবন ওয়ারেন্টিটি শুধুই ভারতীয় ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। এমনিতে গ্রিন স্ক্রিনের সমস্যা সমাধানের জন্য আপনাকে প্রচুর টাকা খরচ করতে হতে পারে। সেই খরচা থেকে বাঁচাতেই কোম্পানিটি এই অফার দিয়েছে।

কীভাবে পাবেন এই ওয়ারেন্টি?

সাধারণত ফোনের ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরে যখনই আপনি সেটিকে নিয়ে সার্ভিস সেন্টারে যান, তখন আপনার থেকে অনেক টাকা চার্জ করা হয়। আর সারানোর জন্য আপনি সেই টাকা খরচ করতে রাজিও হয়ে যান। কখনও ফোন অনেকটা পুরনো হয়ে গেলে আর না সারিয়ে নতুন ফোন কিনে ফেলেন। এবার আপনার ফোনে ‘গ্রিন-স্ক্রিন’ বা সবুজ-স্ক্রিন-এর সমস্যা দেখা গেলে, আপনি যখনই ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, তখনই আপনাকে ফ্রিতে সারিয়ে দেওয়া হবে।