Oppo A54 And Oppo F19: ভারতে এক হাজার টাকা করে দাম বেড়েছে ওপ্পোর এই দুই স্মার্টফোনের

চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওপ্পোর এই দুই স্মার্টফোন। দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং হোল-পাঞ্চ ডিজাইন সমেত ডিসপ্লে।

Oppo A54 And Oppo F19: ভারতে এক হাজার টাকা করে দাম বেড়েছে ওপ্পোর এই দুই স্মার্টফোনের
ভারতে ওপ্পো এ৫৪ এবং ওপ্পো এফ১৯ ফোনের দাম বেড়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2021 | 8:10 AM

ভারতে ওপ্পোর দু’টি স্মার্টফোনের দাম। কিছুদিন আগেই দেশে রিয়েলমি এবং শাওমির স্মার্টফোনের দাম বেড়েছিল। এবার তালিকায় নাম জুড়ল ওপ্পো সংস্থা। জানা গিয়েছে, ওপ্পো এ৫৪ এবং ওপ্পো এফ১৯— এই দুই ফোনের দাম বেড়েছে ভারতে। এক হাজার টাকা করে দাম বেড়েছে এই দুই ফোনের। চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওপ্পোর এই দুই স্মার্টফোন। দুটো ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং হোল-পাঞ্চ ডিজাইন সমেত ডিসপ্লে। ওপ্পো এফ১৯ ফোনে রয়েছে একটি এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। অন্যদিকে, ওপ্পো এ৫৪ ফোনে রয়েছে একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি স্ন্যাপার।

বর্তমানে দাম বৃদ্ধির পর ওপ্পো এ৫৪ এবং ওপ্পো এফ১৯ ফোনের দাম কত?

ভারতে ওপ্পো এ৫৪ ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা থেকে বর্তমানে হয়েছে ১৪,৯৯০ টাকা। জানা গিয়েছে এই বেস ভ্যারিয়েন্ট লঞ্চের সময় দাম ছিল ১৩,৪৯০ টাকা। অন্যদিকে, ওপ্পো এ৫৪ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯০ টাকা। আর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম ১৫,৯৯০ টাকা।

ওপ্পো এফ১৯ ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৮,৯৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯,৯৯০ টাকা। এই একটিই স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছিল ওপ্পো এফ১৯ ফোন।

ওপ্পো৫৪ ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোনে রয়েছে ৬.৫১ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
  • ফোন পরিচালিত হয় ColorOS 7.2 এবং অ্যানড্রয়েড ১০- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে একটি octa-core MediaTek Helio P35 প্রসেসর।
  • এই প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম। এছাড়াও রয়েছে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ।
  • ওপ্পো এ৫৪ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে।
  • এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসরও রয়েছে।
  • ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ওপ্পো এ৫৪ ফোনে রয়েছে ৪জি, ওয়াই-ফাই, টাইপ-সি ইউএসবি, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
  • এই ফোনের ব্যাটারি ৫০০০mAh- এর। তার সঙ্গে ১৫W চার্জিং সাপোর্ট রয়েছে।

ওপ্পো এফ২৯ ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোন পরিচালিত হয়ে অ্যানড্রয়েড ১১ এবং ColorOS 11.1- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে।
  • ওপ্পো এফ১৯ ফোনে রয়েছে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon ৬৬২ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৬ জিবি র‍্যাম।
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • এই ফোনেও রয়েছে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, টাই-সি ইউএসবি এবং ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক।
  • এই ফোনের ব্যাটারি ৫০০০mAh- এর। তার সঙ্গে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন- Flipkart Big Billion Days Sale 2021: ছয়টি সংস্থার স্মার্টফোন লঞ্চ হতে পারে ফ্লিপকার্টের আসন্ন সেলে