AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo A59 5G: মাত্র 14,999 টাকায় 5G ফোন নিয়ে এল OPPO, মারকাটারি লুক ও ফিচার্স

Oppo A59 5G ভারতের বাজারে 14,999 টাকায় লঞ্চ করা হয়েছে। অনলাইনে Oppo-র অফিসিয়াল স্টোর, অ্যামাজ়ন, ফ্লিপকার্ট-সহ এবং অফলাইলে বিভিন্ন রিটেল দোকান থেকেই এই ফোন কিনতে পারবেন কাস্টমাররা। 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই এই ফোন পাওয়া যাবে। মোট দুটি র‌্যাম ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের- 4GB এবং 6GB RAM। সিল্ক গোল্ড এবং স্ট্যারি ব্ল্যাক এই দুই কালার অপশন রয়েছে ফোনের।

Oppo A59 5G: মাত্র 14,999 টাকায় 5G ফোন নিয়ে এল OPPO, মারকাটারি লুক ও ফিচার্স
Oppo-র সবথেকে কম দামি 5G মোবাইল!
| Edited By: | Updated on: Dec 24, 2023 | 1:01 PM
Share

OPPO ভারতে একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। লেটেস্ট OPPO হ্যান্ডসেটটি যোগ করা হয়েছে কোম্পানির A সিরিজ়ে। ফোনের নাম Oppo A59 5G। বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হয়েছে এই 5G ফোনটি। ভারতের বাজারে এই ফোনের দাম রাখা হয়েছে 15,000 টাকারও কম। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের সানলাইট স্ক্রিন, 13MP প্রাইমারি ক্যামেরা-সহ আরও অনেক কিছু। ফোনের দাম, অফার ও স্পেসিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।

Oppo A59 5G: দাম কত, কোথায় কিনবেন

Oppo A59 5G ভারতের বাজারে 14,999 টাকায় লঞ্চ করা হয়েছে। অনলাইনে Oppo-র অফিসিয়াল স্টোর, অ্যামাজ়ন, ফ্লিপকার্ট-সহ এবং অফলাইলে বিভিন্ন রিটেল দোকান থেকেই এই ফোন কিনতে পারবেন কাস্টমাররা। 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই এই ফোন পাওয়া যাবে। মোট দুটি র‌্যাম ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের- 4GB এবং 6GB RAM। সিল্ক গোল্ড এবং স্ট্যারি ব্ল্যাক এই দুই কালার অপশন রয়েছে ফোনের।

Oppo A59 5G: জবরদস্ত অফার

লেটেস্ট Oppo স্মার্টফোনে রয়েছে জম্পেশ অফারও। এই ফোন যাঁরা ক্রয় করবেন, তাঁরা 1,500 টাকার ক্যাশব্যাক পাবেন। সেই সঙ্গেই আবার রয়েছে একাধিক ব্যাঙ্কের কার্ডে ছয় মাসের নো-কস্ট ইএমআই অপশন। এসবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, এইউ ফিন্যান্স ব্যাঙ্কের কার্ডে থাকছে অফারগুলি।

Oppo A59 5G: ফিচার ও স্পেসিফিকেশন

স্লিম বডি ডিজ়াইনের Oppo A59 5G ফোনে 90Hz ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ব্রাইটনেস 720 নিটস। 5G হ্যান্ডসেটটিতে 6GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। এই পরিমাণ র‌্যাম আবার আরও অতিরিক্ত 6GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

চমৎকার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে। দেওয়া হয়েছে 13MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Oppo A59 5Gতে থাকছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এছাড়া রাতে ঝকঝকে ছবি তোলার জন্য আলট্রা নাইট মোড রয়েছে এতে। পাশাপাশি মাল্টি-ফ্রেম নয়েজ় রিডাকশন মোডও কাজে লাগাবে ফোনটি।