Oppo A96 and Oppo A76: ওপ্পো ‘এ’ সিরিজের নতুন দুই ফোন ওপ্পো এ৯৬ এবং ওপ্পো এ৭৬ লঞ্চ হয়েছে ভারতে

Oppo A96 and Oppo A76: স্টারি ব্ল্যাক ও সানসেট ব্লু রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৯৬ ৫জি (Oppo A96 5G) ফোন। অন্যদিকে গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু শেডে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৬ ৫জি (Oppo A76 5G) ফোন।

Oppo A96 and Oppo A76: ওপ্পো 'এ' সিরিজের নতুন দুই ফোন ওপ্পো এ৯৬ এবং ওপ্পো এ৭৬ লঞ্চ হয়েছে ভারতে
ওপ্পো এ৯৬ এবং ওপ্পো এ৭৬
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 9:37 AM

ওপ্পো ‘এ’ সিরিজের (Oppo A Series) দুটো ফোন লঞ্চ হয়েছে ভারতে। এগুলি হল ওপ্পো এ৯৬ ৫জি (Oppo A96) এবং ওপ্পো এ৭৬ ৫জি (Oppo A76)। দুটো ফোনেই রয়েছে একটি হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইন এবং অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রস্রসর। এছাড়াও এই দুই ফোনে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আর রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ওপ্পো এ৯৬ ৫জি ফোনে একটি বড় ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। অন্যদিকে ওপ্পো এ৭৬ ৫জি ফোনে তুলনায় ছোট রিচডি প্লাস স্ক্রিন রয়েছে, ওপ্পো এ৯৬ ৫জি ফোনে ৮ জিবি র‍্যাম এবং ওপ্পো এ৭৬ ৫জি ফোনে ৬ জিবি র‍্যাম রয়েছে। ওপ্পো ‘এ’ সিরিজের এই দুই ফোন রেডমি নোট ১১ এবং মোটোরোলা মোটো জি৭১ ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে বলে মনে করা হচ্ছে।

ভারতে ওপ্পো এ৯৬ এবং ওপ্পো এ৭৬ ফোনের দাম কত?

ওপ্পো এ৯৬ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে, ওপ্পো এ৭৬ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি মডেলের দাম ১৭,৪৯৯ টাকা। স্টারি ব্ল্যাক ও সানসেট ব্লু রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৯৬ ৫জি ফোন। অন্যদিকে গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু শেডে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৬ ৫জি ফোন। ওপ্পো ইন্ডিয়া অনলাইন স্টোরের পাশাপাশি দেশের বিভিন্ন অফলাইন ফোনের দোকানেও ওপ্পো ‘এ’ সিরিজের এই দুই ফোন পাওয়া যাচ্ছে। লঞ্চ অফার হিসেবে এই দুই ফোনের ক্ষেত্রে ১০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ৩ এবং ৬ মাসের জন্য থাকছে নো-কস্ট ইএমআই অপশন। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে নো-কস্ট ইএমআইয়ের মেয়াদ ভিন্ন হবে।

ওপ্পো এ৯৬ ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো), অ্যানড্রয়েড ১১ এবং কালার ওএস ১১.১- এর সাপোর্ট, ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৮ জিবি LPDDR4X র‍্যাম, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও রয়েছে ১২৮ জিবি UFS 2.2 এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/এ-জিপিএস। টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

ওপ্পো এ৭৬ ফোনের স্পেসিফিকেশন

এই ফোনেও রয়েছে ডুয়াল সিম (ন্যানো) এবং অ্যানডড়য়েড ১১ বেসড কালার ওএস ১১.১। এছাড়াও রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনেও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে ৬ জিবি LPDDR4X র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। আর আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এখানেও রয়েছে ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট ওপ্পো এ৭৬ ফোনেও রয়েছে।

আরও পড়ুন- Samsung Galaxy A53 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন, দেখুন দাম ও অন্যান্য স্পেসিফিকেশন