Oppo F19s: এই ‘ফেস্টিভ সিজন’- এ ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এফ১৯এস ফোন, দেখুন সম্ভাব্য ফিচার
ইতিমধ্যেই ওপ্পো এফ১৯ সিরিজে ওপ্পো এফ১৯, ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস, এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ১৯এস।
ওপ্পো নতুন স্মার্টফোন ভারতে আসতে পারে ফেস্টিভ সিজনে। অর্থাৎ দীপাবলির আগে হয়তো ভারতে এফ১৯এস ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সাধারণত দীপাবলির আশপাশের সময়কেই ‘ফেস্টিভ সিজন’ হিসেবে ফোন লঞ্চের জন্য বেছে নেয় বিভিন্ন ফোনের কোম্পানি। এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই ওপ্পো এফ১৯ সিরিজের তিনটি ফোন লঞ্চ হয়েছে। ওপ্পো এফ১৯, ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস, এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ১৯এস।
ইতিমধ্যেই ওপ্পো এফ১৯এস ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, এই ফোনে থাকতে পারে একটি ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের সামনের ডিসপ্লেতে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক ColorOS 11.1- এর সাহায্যে। যদিও ওপ্পো সংস্থা অবশ্য এখনও এফ১৯এস ফোন লঞ্চ কিংবা তার ফিচার প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
ওপ্পো এফ১৯এস ফোনের সম্ভাব্য ফিচার-
- এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক ColorOS 11.1- এর সাহায্যে।
- ওপ্পো এফ১৯এস ফোনে থাকতে পারে একটি ৬.৪৩ ইঞ্চির এইচডি প্লাস AMOLED ডিসপ্লে।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনস্রের সঙ্গে দুটো ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেনসর থাকতে পারে।
- ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকতে পারে একটি ১৬ মেগাপিক্সেলের সোনি IMX471 সেনসর।
- ওপ্পো এফ১৯এস ফোনে ৬ জিবি র্যাম এবং আরও ৫ জিবি পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করার বা বাড়ানোর ফিচার থাকতে পারে।
- এই ফোনে থাকতে পারে ৫০০০mAh- এর ব্যাটারি। তার সঙ্গে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- লো-ব্যাটারি এসএমএস ফিচার থাকতে পারে এই ফোনে। এই ফিচারের সাহায্যে ইউজারের বর্তমান লোকেশন একটি প্রি-ডিফাইন্ড কনট্যাক্টের কাছে পৌঁছে যাবে।
- এই ফোনের ওজন হতে পারে ১৭৫ গ্রাম এবং ফোন ৭.৯৫ মিলিমিটার পুরু হতে পারে।
- ওপ্পো গ্লো ডিজাইন নিয়ে লঞ্চ হতে পারে ওপ্পো এফ১৯এস ফোন। ওপ্পো রেনো ৬ সিরিজে যেরকম রেনো গ্লো ডিজাইন দেখা গিয়েছিল সেই রকম ডিজাইন থাকতে পারে এই ফোনে।
আরও পড়ুন- Flipkart Big Billion Days Sale 2021: ছয়টি সংস্থার স্মার্টফোন লঞ্চ হতে পারে ফ্লিপকার্টের আসন্ন সেলে
আরও পড়ুন- iQoo Z5 5G: ভারতে কবে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন? দেখে নিন বেশ কয়েকটি ফিচার ও সম্ভাব্য দাম
আরও পড়ুন- Oppo A54 And Oppo F19: ভারতে এক হাজার টাকা করে দাম বেড়েছে ওপ্পোর এই দুই স্মার্টফোনের