AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

4000 টাকা সস্তা হয়ে গেল Oppo-র এই দুর্দান্ত ফোন, পেয়ে যাবেন 108MP ক্যামেরা

Oppo Reno 8T 5G Price: আপনি OneCard ক্রেডিট কার্ডে 1250 টাকার ফ্ল্যাট ছাড় পাবেন। অর্থাৎ আপনি 4,000 টাকার বেশি কম দামে ফোনটি কিনতে পারবেন। এছাড়াও, আপনি প্রতি মাসে 3,917 টাকার EMI-তেও ফোনটি কিনে ফেলতে পারবেন।

4000 টাকা সস্তা হয়ে গেল Oppo-র এই দুর্দান্ত ফোন, পেয়ে যাবেন 108MP ক্যামেরা
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 4:02 PM
Share

একটি নতুন ফোন কেনার প্ল্যান করছেন, তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। আপনি Oppo Reno 8T 5G-এ প্রচুর অফার পাবেন। ফোনটি অত বেশি দাম দিয়ে কিনতে হবে না। অনেক কম দামেই কিনে ফেলতে পারবেন ফোনটি। অনলাইনে কেনাকাটা করলে অনেক ধরনের ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়। তাই আজকাল প্রচুর মানুষ অনলাইনেই শপিং করতে পছন্দ করেন। ফ্লিপকার্টে ফোনটির উপর প্রচুর ছাড় পাবেন। ফ্লিপকার্টে লাইভ হওয়া ব্যানারটিতে দেখা যাচ্ছে, Oppo Reno 8T 5G ফোনটি 23,499 টাকার কেনা যাবে। এক্সচেঞ্জ অফারের অধীনে এই ফোনে 3,500 টাকার ডিস্কাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, আপনি OneCard ক্রেডিট কার্ডে 1250 টাকার ফ্ল্যাট ছাড় পাবেন। অর্থাৎ আপনি 4,000 টাকার বেশি কম দামে ফোনটি কিনতে পারবেন। এছাড়াও, আপনি প্রতি মাসে 3,917 টাকার EMI-তেও ফোনটি কিনে ফেলতে পারবেন।

কেন কিনবেন Oppo Reno 8T 5G?

Oppo-এর এই ফোনের সবচেয়ে দুর্দান্ত জিনিস হল এতে 50 মেগাপিক্সেল Sony IMX ক্যামেরা এবং 120Hz ডিসপ্লে রয়েছে। সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে, Oppo Reno 8T-এ রয়েছে 6.7-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট এবং 1080×2412 পিক্সেল রেজোলিউশন রয়েছে। এই ডুয়াল সিম স্মার্টফোনটি Android 13 ভিত্তিক ColorOS 13-এ কাজ করে। Oppo-এর এই ফোনটিতে 8GB RAM সহ একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে।

ক্যামেরা হিসেবে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাথমিক ক্যামেরা 108 মেগাপিক্সেল। এছাড়া এতে রয়েছে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল মাইক্রোস্কোপ ক্যামেরা। সেলফি তোলার জন্য এর সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পাওয়ারের জন্য, Oppo Reno 8T 5G-তে একটি 4,800mAh ব্যাটারি রয়েছে, যা 67W দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে। এই স্মার্টফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।