পোকো এম৪ প্রো ৫জি (Poco M4 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে, পোকো ইন্ডিয়ার (Poco India) তরফে এমনই আভাস পাওয়া গিয়েছে টুইটারে। চিনের সংস্থা পোকো সম্প্রতি বেশ কয়েকটি টুইট করেছে। আর সেখান থেকেই অনুমান করা হয়েছে যে ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৪ প্রো ৫জি ফোন। গত বছর নভেম্বর মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল এই ফোন। পোকোর এই ফোন আসলে রেডমি নোট ১১ ৫জি (Redmi Note 11 5G) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। গত বছর অক্টোবর মাসে রেডমির এই ফোন লঞ্চ হয়েছিল চিনে।
পোকো ইন্ডিয়ার তরফে টুইটে ভারতে তাদের আসন্ন ফোন পোকো এম৪ প্রো ৫জি- র সম্ভাব্য ডিজাইন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। প্রকাশ্যে এসেছে এই ফোনের রেয়ার ক্যামেরা ডিজাইন এবং ফোনের সামনের ডিসপ্লের মধ্যে মাঝ বরাবর থাকা হোল পাঞ্চ ডিজাইন। শক্তিশালী প্রসেসর থাকারও সম্ভাবনা রয়েছে এই ফোনে। একনজরে পোকো এম৪ প্রো ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচারগুলো দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য যে টিপস্টার যোগেশ বরার এই তথ্যগুলি টুইটে শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে—
লঞ্চের সময় যত এগোবে পোকো এম৪ প্রো ৫জি ফোনের আরও কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে আসতে পারে। আপাতত গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ফোনের নিরিখে এই সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি অনুমান করা হচ্ছে। ভারতে পোকো এম৪ প্রো ৫জি ফোন কবে লঞ্চ হবে সেই ব্যাপারেও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও।
আরও পড়ুন- Vivo T1 5G: ভারতে লঞ্চের আগে ফাঁস ভিভো টি১ ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন, দাম এবং ক্যামেরা ফিচার