এসে গেল Poco M5, রয়েছে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি, দাম মাত্র 12,999 টাকা, ফ্লিপকার্টে 1500 টাকা ছাড়
Poco M5 Price And Specs: সোমবার ভারতে লঞ্চ হল Poco M5 4G ফোনটি। বাজেট সেগমেন্টের এই ফোনের দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে। কী কী স্পেসিফিকেশন রয়েছে, একবার দেখে নেওয়া যাক।

Poco M5 Launched: সোমবার ভারতে লঞ্চ হয়ে গেল বহু প্রতীক্ষিত Poco M5। পোকো M সিরিজ়ের এই নতুন হ্যান্ডসেটে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ, পারফরম্যান্সের জন্য একটি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর। এই চিপসেট পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM-এর সঙ্গে। 8MP সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরায় 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে ফোনটিতে। 128GB পর্যন্ত স্টোরেজের এই ফোনে একটি 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে Turbo RAM ফিচার, যার মাধ্যমে অনবোর্ড স্টোরেজ থেকে কিছুটা নিয়ে বর্ধিত RAM হিসেবে কাজে লাগানো যেতে পারে। বেশ বড় এবং হালফিলের সবথেকে কমন 5,000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Poco M5 ভারতে দাম ও প্রাপ্যতা
মোট দুটি স্টোরেজ অপশনে Poco M5 লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 4GB RAM + 64GB মডেলটির দাম মাত্র 12,499 টাকা এবং 6GB RAM + 128GB মডেলের দাম 14,499 টাকা। আইসি ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক- এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।
13 সেপ্টেম্বর থেকে সেলে Flipkart হাজির হবে ফোনটি। Flipkart Big Billion Day সেলের সময় কাস্টমাররা ICICI এবং Axis Bank কার্ড ব্যবহারে পেয়ে যেতে পারেন 1,500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। এই ফোন যাঁরা ক্রয় করবেন, তাঁরা এক বছরের জন্য ডিজ়নি প্লাস হটস্টার সাবস্ক্রিপশবন এবং ছয় মাসের জন্য ফ্রি স্ক্রিন প্রোটেকশনের সুবিধা পেয়ে যাবেন।
Poco M5 স্পেসিফিকেশন
ডিসপ্লে – Poco M5-এ রয়েছে একটি 6.58 ইঞ্চির ফুল HD+ IPS LCD ডিসপ্লে, যা 30Hz-90Hz এর মধ্যে ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট 240Hz এবং DCI-P3 কালার গ্যামুট সাপোর্ট করে। সেলফি ক্যামেরার জন্য এই ডিসপ্লেতেই রয়েছে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ কাটআউট। কর্নিং গোরিলা গ্লাস 3 দ্বারা এই পোকো হ্যান্ডসেটের ডিসপ্লে সুরক্ষিত।
র্যাম, স্টোরেজ ও প্রসেসর – পাওয়ার তথা পারফরম্যান্সের দিক থেকে Poco M5 ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G99 চিপসেটের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত র্যাম এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়াও এই ফোনে দেওয়া হয়েছে টার্বো র্যাম ফিচার, যার মাধ্যমে ইনবিল্ট স্টোরেজ থেকে 6GB-র বেশি র্যাম ব্যবহার করা যাবে।
ক্যামেরা – ছবি ও ভিডিয়োর জন্য Poco M5-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 2MP ম্যাক্রো শুটার এবং আর 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
ব্যাটারি – পোকো ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার তরফে দাবি করা হয়েছে একবার চার্জ দিলে দুই দিন ব্যাকআপ দিতে পারবে এই ব্যাটারি।
