Poco X5 Pro এসে গেল 108MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে নিয়ে, সেলের শুরুতেই 2,000 টাকা ছাড়
Poco X5 Pro Launched: Poco X5 Pro ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে বেস 6GB + 128GB স্টোরেজ ভার্সনের দাম 22,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 24,999 টাকা।
Poco X5 Pro Price, Specifications: ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া টিজ় করেছিলেন কয়েক দিন আগে। তাঁরই হাতে দেখা গিয়েছে মিড-রেঞ্জ ফোনটি। সেখান থেকেই ইঙ্গিত মিলেছিল, Poco X5 Pro ভারতে শীঘ্রই লঞ্চ করবে। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সেই পারফরম্যান্স সেন্ট্রিক ফোনটি ভারতে হাজির হল। Poco X5 Pro ফোনটি সোমবার ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করে গেল। 23,000 টাকার মধ্যেই এই ফোন আপনি পেয়ে যাবেন। যে সব স্মার্টফোন-প্রেমীরা একই সঙ্গে একটা ফোনে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট এবং MIUI কাস্টম স্কিনের খোঁজ করছেন, তাঁরা এই Poco X5 Pro ক্রয় করলে একসঙ্গে সব ফিচার পেয়ে যাবেন।
Poco X5 Pro: ভারতে দাম ও উপলব্ধতা
Poco X5 Pro ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে বেস 6GB + 128GB স্টোরেজ ভার্সনের দাম 22,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 24,999 টাকা। ফোনটির সঙ্গে একাধিক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, যাতে লেটেস্ট হ্যান্ডসেটের দাম আরও কম হয়ে যাচ্ছে। ICICI Bank-এর কার্ড থাকবে যাঁদের কাছে, তাঁরা 2,000 টাকা ছাড় পেয়ে যাবেন। 13 ফেব্রুয়ারি থেকে Flipkart-এ এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Poco X5 Pro: ফিচার ও স্পেসিফিকেশন
Poco X5 Pro ফোনটিতে ডুয়াল টোন ফিনিশিং দেওয়া হয়েছে। ফোনের পিছনে রয়েছে উদ্ভট এবং বড় একটি ক্যামেরা মডিউল। 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে এবং এর রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে স্ন্যাপড্রাগন 778G চিপসেটের সাহায্যে, যা 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ফোনটির ওজন মাত্র 181 গ্রাম এবং পুরুত্ব 7.9mm। অর্থাৎ, ফোনটি বেশ হাল্কা।
এই Poco স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে 108MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই তিন ক্যামেরার ফোনে রয়েছে 8MP আলট্রাওয়াইড সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে দেওয়া হয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা একবার চার্জে একদিন লাগাতার ব্যাকআপ ধরে রাখতে পারবে। ফোনটি 67W ফাস্ট চার্জিংও সাপোর্ট করছে, যা খুব কম সময়েই Poco X5 Pro-কে চার্জ করবে।
এই দামে Poco X5 Pro টক্কর দেবে Redmi Note 12 Pro, Realme 10 Pro-সহ আরও একাধিক স্মার্টফোনের সঙ্গে। এই ফোনের যে হার্ডওয়্যার রয়েছে, সেই একই হার্ডওয়্যার দেওয়া হয়েছিল Nothing Phone (1)-এও।