Realme 10 Series: 5G ও 4G ভ্যারিয়েন্ট সহযোগে Realme 10 ভারতে আসছে, ফিচার কেমন হতে পারে, দেখে নিন
Realme 10 সিরিজ়ে মোট তিনটি হ্যান্ডসেট থাকছে: Realme 10 4G, Realme 10 5G এবং Realme 10 Pro+। প্রসঙ্গত, Realme 9 Series লঞ্চ হয়েছিল 5G সাপোর্ট সহযোগে। আর সেই কারণেই মনে করা হচ্ছে, Realme 10 Series-এও 5G সাপোর্ট দেওয়া হবে।
Realme 10 Series Launch News: Realme ভারতে তাদের পরবর্তী সস্তার ফোনটি লঞ্চ করতে চলেছে। সংস্থার সেই আসন্ন ফোনটি হতে চলেছে Realme 10। তবে কবে নাগাদ ফোনটি লঞ্চ হতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত বার্তা এখনও পর্যন্ত মেলেনি। খুব সম্ভবত নভেম্বরেই চলে আসতে পারে ফোনটি। টুইটারে সংস্থার তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে যে, Realme 10 স্মার্টফোনে থাকবে একটি MediaTek Helio G99 প্রসেসর, যা একটি 4G চিপ। যদিও ভারতে এখন 5G এসে গিয়েছে, সেখানে এই নতুন 4G ফোন কতটা বাজার ধরতে পারবে তা সত্যিই ভাবনার বিষয়।
তবে Realme 10 ফোনের কোনও 5G ভ্যারিয়েন্ট নিয়ে আসা হবে কি না, সে বিষয়ে সংস্থার তরফে কোনও তথ্য জানানো হয়নি। এদিকে আবার এর আগে একাধিক লিক থেকে জানা গিয়েছিল, Realme 10 সিরিজ়ে একটা অন্তত 5G স্মার্টফোন থাকবে। এই সিরিজ়ে মোট তিনটি হ্যান্ডসেট থাকছে: Realme 10 4G, Realme 10 5G এবং Realme 10 Pro+। প্রসঙ্গত, Realme 9 Series লঞ্চ হয়েছিল 5G সাপোর্ট সহযোগে। আর সেই কারণেই মনে করা হচ্ছে, Realme 10 Series-এও 5G সাপোর্ট দেওয়া হবে।
এদিকে Realme 10 4G স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে থাকছে একটি 5,000mAh ব্যাটারি। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হবে একটি 33W ফাস্ট চার্জার। ডিভাইসটিতে থাকবে 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল থাকবে। এদিকে Realme 10 5G-র ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত জানা। অন্য দিকে প্লাস ভ্যারিয়েন্টে একটি MediaTek Dimensity 1080 প্রসেসর থাকছে বলে জানা গিয়েছে।
এই সিরিজ়ের সবথেকে দামি ফোন হতে চলেছে Realme 10 Pro+। তাতে 4G কাউন্টারপার্টের তুলনায় একটি ছোট ব্যাটারি দেওয়া হবে বলে খবর। একাধিক লিক থেকে জানা গিয়েছে, Realme 10 Pro+ ফোনে 4,890mAh ব্যাটারি থাকবে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। এই ক্যামেরাটি অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করবে।
ডিজ়াইনের দিক থেকে তিনটি ফোনেই খুব একটা বড় কিছু পরিবর্তন করা হবে না। ফোনগুলির সামনে দেওয়া হবে ওয়াটারড্রপ-স্টাইল নচ বা পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজ়াইন। ফোনের ব্যাক প্যানেলের ডিজ়াইন সামান্য পরিবর্তিত করা হচ্ছে Realme 9 Series এর তুলনায়। এখন কোম্পানি ক্রমাগত Realme 10 Series এর ফোনগুলি টিজ় করছে, যার অর্থ হল অফিসিয়াল লঞ্চ এখন খালি সময়ের অপেক্ষা।