Realme: ভারতে একসঙ্গে দাম বাড়ল রিয়েলমির পাঁচটি স্মার্টফোনের! দেখে নিন তালিকায় রয়েছে কোন কোন মডেল
কোন ফোনের দাম কতটা বেড়েছে, জেনে নিন সবিস্তারে।

রিয়েলমি ৮, রিয়েলমি ৮ ৫জি, রিয়েল সি১১ (২০২১), রিয়েলমি সি২১ এবং রিয়েলমি সি২৫এস- ভারতে রিয়েলমি সিরিজের এই পাঁচটি ফোনের দাম বেড়েছে। প্রায় ১৫০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে এই পাঁচটি স্মার্টফোনের। রিয়েলমি সি১১ (২০২১) মডেলের দাম বেড়েছে ৩০০ টাকা। অন্যদিকে, রিয়েলমি সি২১ এবং রিয়েলমি সি২৫এস ফোনের দাম বেড়েছে ৫০০ টাকা। আর রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ ৫জি ফোনের দাম বেড়েছে ১৫০০ টাকা। সমস্ত অনলাইন চ্যানেল, ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট Realme.com- এ এই দাম বৃদ্ধি প্রযোজ্য হয়েছে। অর্থাৎ এই সমত জায়গা থেকে এখন ফোন কিনলে দাম বেড়ে যত টাকা হয়েছে, সেই দামে ফোন কিনতে হবে ক্রেতাদের।
রিয়েলমি ৮- বর্তমানে দাম বৃদ্ধির পর এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ১৭,৯৯৯ টাকা। এক্ষেত্রে তিনটি মডেলেই ৫০০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।
রিয়েলমি ৮ ৫জি- এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ১৫,৪৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ১৬,৪৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ১৮,৪৯৯ টাকা। দুই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দাম বেড়েছে ১৫০০ টাকা।
রিয়েলমি সি১১ (২০২১)- এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান দাম ৮৭৯৯ টাকা। দু’টি মডেলের ক্ষেত্রেই ৩০০ টাকা দাম বেড়েছে।
রিয়েলমি সি২১ এবং রিয়েলমি সি২৫এস- রিয়েলমি সি২১ ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ভ্যারিয়েন্টের বর্তমান দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান দাম ৯৯৯৯ টাকা। রিয়েলমি সি২৫এস ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ভ্যারিয়েন্টের বর্তমানে দাম ১০,৯৯৯ টাকা। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান দাম ১১,৯৯৯ টাকা। এই দুই ফোনের সমস্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আগের তুলনায় ৫০০ টাকা দাম বৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন- Samsung Galaxy S21 FE লঞ্চ হতে পারে ৮ সেপ্টেম্বর, থাকতে পারে Exynos ২১০০ প্রসেসর
