Realme C33 এসে গেল 9,999 টাকায়, Flipkart-এ 1,000 টাকা ছাড়, 50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি

Realme C33 ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা। অন্য দিকে ফোনটির হাই-এন্ড মডেল অর্থাৎ 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,499।

Realme C33 এসে গেল 9,999 টাকায়, Flipkart-এ 1,000 টাকা ছাড়, 50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি
বাজারে কম দামি নতুন ফোন নিয়ে আসছে রিয়েলমি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 9:27 AM

Realme C33 ফোনটি ভারতের বাজারে এসে গেল এন্ট্রি লেভেল ফোন হিসেবে। নতুন ডিভাইসটি ভারতে 10,000 টাকার প্রাইস ক্যাটেগরিতে লঞ্চ করা হয়েছে। এটি একটি 4G স্মার্টফোন, যাতে বক্সি ডিজ়াইন এবং গ্লসি ডিজ়াইন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, 6.5 ইঞ্চির স্ক্রিন সহ আরও অনেক কিছু। ফোনটির দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Realme C33: ফিচার ও স্পেসিফিকেশন

Realme C33 ফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 88.7 শতাংশ, টাচ স্যাম্পলিং রেট 120Hz এবং রিফ্রেশ রেট 60Hz। পারফরম্যান্সের জন্য এই রিয়েলমি ফোনে Unisoc T612 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট পেয়ার করা রয়েছে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 12 OS আউট অফ দ্য বক্স। এছাড়া রয়েছে শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই লেটেস্ট রিয়েলমি ফোনে অপ্টিক্সের দিক থেকে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 50MP সেন্সর। যদিও সেকেন্ডারি ক্যামেরাটি সম্পর্কে কোনও তথ্য় জানা যায়নি। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Realme C33-র সামনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Realme C33: দাম

Realme C33 ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 9,999 টাকা। অন্য দিকে ফোনটির হাই-এন্ড মডেল অর্থাৎ 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,499। তবে ফ্লিপকার্টে এই ফোনের উপরে 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তার ফলে ফোনটি 8,999 টাকাতেই পাওয়া যাবে।

Realme C33 ফোনের মোট তিনটি কালার অপশন রয়েছে- অ্যাকোয়া ব্লু, নাইট সি এবং স্যান্ডি গোল্ড। এই ফোনটি Realme-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ক্রয় করতে পারবেন কাস্টমাররা।