Realme GT 2 Pro: আনুষ্ঠানিক লঞ্চের আগে আরও একবার দেখে নিন রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

রিয়েলমি জিটি ২ প্রো ফোনে ৬.৮ ইঞ্চির WQHD+ OLED ডিসপ্লে থাকতে পারে, তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনের ব্যাক প্যানেলে।

Realme GT 2 Pro: আনুষ্ঠানিক লঞ্চের আগে আরও একবার দেখে নিন রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম
২০ ডিসেম্বর চিনে লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ প্রো ফোন।

| Edited By: Sohini chakrabarty

Dec 20, 2021 | 9:27 AM

আজ ২০ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ২ সিরিজ। এই সিরিজে রিয়েলমি জিটি ২ প্রো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকবে বলে জানিয়েছে চিনের সংস্থা রিয়েলমি। এছাড়াও প্রিমিয়াম ফিচার হিসেবে থাকবে একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সেনসর। রিয়েলমি জিটি ২ প্রো- এর সঙ্গে সঙ্গে এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা মডেল রিয়েলমি জিটি ২, এই ফোনও লঞ্চ হতে পারে। দুইও ফোনের স্পেসিফিকেশনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে।

২০ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর ২টো ৩০মিনিটে চিনে লঞ্চ হবে রিয়েলমি জিটি ২ সিরিজের স্মার্টফোন। রিয়েলমি সংস্থার ইউটিউব চ্যানেলে এই ফোন লঞ্চের ইভেন্ট লাইভ দেখানো হবে। আপাতত চিনেই লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভারতে আগামী বছর লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সম্ভাব্য দাম-

রিয়েলমি জিটি ২ প্রো ফোনের দাম হতে পারে CNY ৪০০০, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭,৭০০ টাকা। এছাড়াও রয়েছে এই ফোনের একটি স্পেশ্যাল ভ্যারিয়েন্ট, যার দাম হতে পারে CNY ৫০০০, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯,৬০০ টাকা। ভারতে আগামী বছর প্রথম ভাগে (প্রথম তিনমাসের মধ্যে) লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি ২ প্রো ফোন।

রিয়েলমি জিটি ২ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন-

রিয়েলমি জিটি ২ প্রো ফোনে ৬.৮ ইঞ্চির WQHD+ OLED ডিসপ্লে থাকতে পারে, তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ১২ জিবি র‍্যামের সঙ্গে ৫১২ জিবি স্টোরেজও থাকতে পারে এই ফোনে। ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি ফিচারও থাকতে পারে রিয়েলমি জিটি ২ প্রো ফোনে। এছাড়াও থাকতে পারে একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এছাড়াও রিয়েলমি জিটি ২ প্রো ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৫০ ডিগ্রির আলত্রা ওয়াইড শুটার থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Amazon Mobile and TV Savings Days: বছর শেষে অ্যামাজনের এই সেলে কোন কোন স্মার্টফোনে ছাড় রয়েছে?

আরও পড়ুন- Flipkart Sale: ১৫ হাজার টাকার কম দামে এই ৫ স্মার্টফোনে ব্যাপক ছাড়, ফ্লিপকার্টের আকর্ষণীয় অফার

আরও পড়ুন- iQoo Neo 5 SE: লঞ্চ হতে চলেছে ভিভোর সাব-ব্র্যান্ড iQoo- এর নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ডিজাইন