Realme Narzo 50 First Sale: প্রথম বার সেলে হাজির পকেট-বান্ধব রিয়েলমি নার্জ়ো ৫০, কত কম দামে ফোনটি কিনতে পারবেন? জেনে নিন

Best Smartphone Under Rs 13,000: আজ থেকেই অ্যামাজন, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোরে রিয়েলমি নার্জ়ো ৫০ ফোনটি ক্রয় করতে পারবেন। দাম ও সমগ্র ফিচার্স সম্পর্কে জেনে নিন।

Realme Narzo 50 First Sale: প্রথম বার সেলে হাজির পকেট-বান্ধব রিয়েলমি নার্জ়ো ৫০, কত কম দামে ফোনটি কিনতে পারবেন? জেনে নিন
১৩,০০০ টাকা দামের মধ্যে এই মুহূর্তের সেরা ফোন!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2022 | 12:56 PM

রিয়েলমি নার্জ়ো ৫০ (Realme Narzo 50) ফোনটি কয়েক দিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। সেই ফোনই এদিন ৩ মার্চ, ঠিক দুপুর ১২টা থেকে প্রথম বার কেনাকাটির (First Sale) জন্য উপলব্ধ হল। নতুন এই মিডরেঞ্জ রিয়েলমি স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ (MediaTek Helio G96) প্রসেসর, ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ় এবং পিক ব্রাইটনেস ৬০০ নিটস। শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি নার্জ়ো ৫০ ফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার হল তার ডায়নামিক র‌্যাম এক্সপ্যানশন ফিচার যেটি ভার্চুয়াল মেমোরি হিসেবে ফ্রি স্টোরেজকে কাজে লাগায়। এই পকেট-বান্ধব স্মার্টফোন আপনি কত কম দামে ক্রয় করতে পারবেন এবং ফোনটিতে আর কী কী উল্লেখযোগ্য স্পেসিফিকেশনস রয়েছে, সেই সব তথ্যই এক নজরে দেখে নেওয়া যাক।

দাম ও উপলব্ধতা

রিয়েলমি নার্জ়ো ৫০ ফোনটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে ফোনটির ৪জিবি ও ৬৪জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ১২,৯৯৯ টাকা এবং ফোনটির ৬জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। স্পিড ব্ল্যাক ও স্পিড ব্লু – এই ফোনের মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে। অ্যামাজন ও ভারতে রিয়েলমি-র বিভিন্ন রিটেল দোকান থেরে নার্জ়ো ৫০ ফোনটি ক্রয় করতে পারবেন।

স্পেসিফিকেশনস ও ফিচার্স

ডুয়াল-সিম সাপোর্টেড এই ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। রিয়েলমি নার্জ়ো ৫০ ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিটি ডিসপ্লে, যার রেজ়োলিউশন ১০৮০x২৪০০ পিক্সেলস এবং রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ়। পারফর্ম্যান্সের জন্য এই স্মার্টফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর দেওয়া হয়েছে যা পেয়ার করা থাকছে ৬জিবি পর্যন্ত র‌্যামের সঙ্গে। ডায়নামিক র‌্যাম এক্সপ্যানশন ফিচার রয়েছে ফোনটিতে যার সাহায্যে ফোনের মেমোরি ১১জিবি বাড়িয়ে নেওয়া যেতে পারে ফ্রি স্টোরেজকে ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজে লাগিয়ে।

একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি নার্জ়ো ৫০ স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সে ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি ২ মেগাপিক্সেল পোর্ট্রেইট ক্যামেরা এবং আর একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর। এই লেটেস্ট রিয়েলমি মডেলে রয়েছে ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। এছাড়াও থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ ২৫৬জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। কানেক্টিভিটির দিক থেকে ফোনটিতে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস। অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি যা ৩৩ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে পোকো এক্স৪ প্রো ৫জি ফোন, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

আরও পড়ুন: জম্পেশ ফিচার্স সহযোগে ওপ্পো রেনো ৭জ়েড ৫জি লঞ্চ হল

আরও পড়ুন: ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে দ্রুত লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩, আসতে পারে ভারতেও