Realme Narzo 60 সিরিজ আজ লঞ্চ হচ্ছে ভারতে, লাইভ স্ট্রিমিং দেখুন এখানে
Realme Narzo 60 Price: লঞ্চের আগেই ই-কমার্স সাইট Amazon-এ Realme Narzo 60 5G স্মার্টফোনের দাম প্রকাশ হয়ে গিয়েছিল। এই স্মার্টফোনটি 17,999 টাকায় বিক্রি হবে।
Realme Narzo 60 Pro Price: চিনা স্মার্টফোন নির্মাতা Realme আজ অর্থাৎ 6 জুলাই ভারতে 2টি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এর মধ্যে রয়েছে Realme Narzo 60 এবং Realme Narzo 60 Pro। স্মার্টফোন ছাড়াও Realme Buds Wireless 3 নামে একটি নেকব্যান্ড-স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোনও লঞ্চ করা হবে, এমনটাই আশা করা হচ্ছে। এই সিরিজে কোম্পানি ফোনের পিছনের দিকে সার্কুলার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, সেই সঙ্গে লেদার ফিনিশও পাবেন। আপনি এই সিরিজের লঞ্চ ইভেন্ট ব্র্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুপুর 12টা থেকে দেখতে পারবেন। এই সময়ে, Realme Narzo 60 এবং Realme Narzo 60 Pro সিরিজের আরও অনেক ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারবেন।
এই সিরিজের দাম:
লঞ্চের আগেই ই-কমার্স সাইট Amazon-এ Realme Narzo 60 5G স্মার্টফোনের দাম প্রকাশ হয়ে গিয়েছিল। এই স্মার্টফোনটি 17,999 টাকায় বিক্রি হবে। এইভাবে, Realme Narzo 60 Pro 20 থেকে 22,000 টাকার মধ্যে লঞ্চ করা যেতে পারে। প্রো ভ্যারিয়েন্টের দাম আপনি ইভেন্টেই জেনে যাবেন।
এই ফোন দু’টিতে কী কী ফিচার রয়েছে?
Realme Narzo 60 Pro-তে একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। Realme 11 pro-এর মতো ক্যামেরা মডিউল স্মার্টফোনে দেখা যাবে। ফটোগ্রাফির জন্য, এটিতে একটি 100MP ক্যামেরা রয়েছে। কোম্পানির দাবি, এই সিরিজে 2.5 লক্ষেরও বেশি ছবি সেভ করে রাখতে পারবেন। এর জন্য এতে 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং 12GB পর্যন্ত RAM-এর সাপোর্ট পাবেন। MediaTek Dimensity 7050 প্রসেসর এবং 5000 mAh ব্যাটারি স্মার্টফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং পাবেন।
Realme Narzo 60-তে একটি 6.43-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে, যা 90hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটিতে 64MP মেন ক্যামেরা, MediaTek Dimensity 6020 প্রসেসর, 5000 mAh ব্যাটারি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।
Realme সিরিজ ছাড়াও এই ফোনটি আজ অর্থাৎ 6 জুলাই লঞ্চ হবে:
Samsung ভারতে Samsung Galaxy M34 স্মার্টফোন লঞ্চ করবে। স্মার্টফোনটি 6.4-ইঞ্চি ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, 50MP প্রাথমিক ক্যামেরা এবং 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবেন। মোবাইল ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে, যার দাম প্রায় 20,000 টাকা হতে পারে।