Realme-র চোখধাঁধানো অফার আর 5 দিন, এই ফোন কিনলে 4 হাজার টাকার ছাড়
Realme Narzo Series Offers: Realme তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনে অফার দিচ্ছে। এই অফারে, Realme-এর জনপ্রিয় স্মার্টফোনগুলি সস্তায় কিনে নিতে পারবেন। সেই তালিকায় রয়েছে Realme narzo 60 Pro 5G, Realme narzo 60 5G, Realme narzo 60x 5G, Realme narzo N55 এবং Realme narzo N53।

বছরের শেষে বিভিন্ন কোম্পানি তার জনপ্রিয় প্রোডাক্টের উপর অফার নিয়ে এসেছে। সেই তালিকায় রয়েছে Realmeও। কোম্পানিটি তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনে অফার দিচ্ছে। এই অফারে, Realme-এর জনপ্রিয় স্মার্টফোনগুলি সস্তায় কিনে নিতে পারবেন। Realme যে স্মার্টফোনগুলিতে ছাড় দিচ্ছে, সেই তালিকায় রয়েছে Realme narzo 60 Pro 5G, Realme narzo 60 5G, Realme narzo 60x 5G, Realme narzo N55 এবং Realme narzo N53।
কবে বিক্রি শুরু হয়েছে?
এই বেস্ট সেলিং সেলিব্রেশনটি 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে শুরু হয়ে গিয়েছে। তালিকার এই ফোনগুলি আপনি Amazon এবং Realme ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। Realme Narzo 60x 5G এর 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটিতে 1000 টাকা ছাড় পাবেন। এছাড়াও, 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে 750 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
Realme Narzo 60 Pro 5G-এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি 4000 টাকা ছাড়ে কিনতে পারবেন। আর 12 GB RAM এবং 1TB স্টোরেজ ভ্যারিয়েন্ট 2000 টাকা ছাড়ে কেনা যাবে। Realme Narzo N55 স্মার্টফোনের 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে 3000 টাকা ছাড় পাবেন। এছাড়াও আপনি 750 টাকা ছাড়ে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনে নিতে পারবেন।
Realme Narzo 60 Pro 5G স্মার্টফোনের 12GB RAM এবং 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা। এতে আপনি 2000 টাকার ছাড়ে 27,999 টাকায় কিনে নিতে পারবেন। Realme narzo 60 Pro 5G স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। ফোনটিতে 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনটিতে 120Hz কার্ভড ডিসপ্লে এবং 100MP OIS ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও কেনার আগে ফোনগুলির রিভিউ দেখে তারপরেই কিনবেন।
