Redmi 10 2022: আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে রেডমি ১০ ২০২২, দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

গ্লোবাল মার্কেটে রেডমি ১০ ২০২২ ফোন লঞ্চের হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ হতে পারে বা আদৌ হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Redmi 10 2022: আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে রেডমি ১০ ২০২২, দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ইউজারদের সুরক্ষার খাতিরে রেডমি ১০ ২০২২ ফোনে ফেস আনলক ফিচার রয়েছে। Photo Credit: GizChina.it
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 8:11 AM

গ্লোবাল মার্কেটে (global market) লঞ্চ হয়েছে রেডমি (Redmi) সংস্থার নতুন ফোন রেডমি ১০ ২০২২ (Redmi 10 2022)। শোনা যাচ্ছে, মিড-রেঞ্জ বা মাঝামাঝি দামের এই ফোনে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা এবং একটি বড় ব্যাটারি। এছাড়াও বলা হচ্ছে যে এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যার উপর হোল-পাঞ্চ কাট আউট আছে। আর এই কাট আউটে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেসোলিউশন। আর নিরাপত্তার জন্য ডিসপ্লের উপর আছে গোরিলা গ্লাস ৩।

এছাড়াও জানা গিয়েছে যে, রেডমি ১০ ২০২২ ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৪ জিবি LPDDR4x র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত eMMC স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট। ওই মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। জানা গিয়েছে, অ্যানড্রয়েড ১১ এবং MIUI 12.5- এর সাহায্যে পরিচালিত হবে রেডমি ১০ ২০২২ ফোন। তিনটি রঙ যেমন- কার্বন গ্রে, পিবল হোয়াইট এবং সিব্লু, এই তিন রঙে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে রেডমি ১০ ২০২২ ফোন।

জানা গিয়েছে, রেডমি ১০ ২০২২ ফোনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর ফোনের রেয়ার ক্যামেরা সেটিংসে আছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এর সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যেখানে ১২০ ডিগ্রি ভিউয়ের অপশন আছে। আর রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর। এই ফোনে যে বড় ব্যাটারি রয়েছে তা আগেই বলা হয়েছে। জানা গিয়েছে, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই রেডমি ১০ ২০২২ ফোনে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৯ ওয়াটের রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে।

ইউজারদের সুরক্ষার খাতিরে রেডমি ১০ ২০২২ ফোনে ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়াও আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাপোর্ট। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৪জি VoLTE, ওয়াই-ফাই 802.11ac ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, IR blaster, একটি টাইপ- সি ইউএসবি পোর্ট, ডুয়াল স্পিকার এবং ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক রয়েছে। জানা গিয়েছে, এই ফোন একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের অগস্ট মাসে রেডমি ১০ ফোনের কথা প্রকাশ্যে এসেছিল। নতুন রেডমি ১০ ২০২২ ফোনের সঙ্গে তার আগের মডেলের অনেক মিল রয়েছে। অন্যদিকে, গ্লোবাল মার্কেটে রেডমি ১০ ২০২২ ফোন লঞ্চের হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ হতে পারে বা আদৌ হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন- iPhone 12 mini: ফ্লিপকার্টে দাম কমেছে অ্যাপেল আইফোন ১২ মিনি- র, বর্তমানে কত টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন?