আগামী ১৭ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১০ ফোন (Redmi 10)। এক টিপস্টারের দাবি এই ফোন একটি রিব্র্যান্ডেড রেডমি ১০সি (Redmi 10C) মডেল হতে চলেছে। ভ্যানিলা রেডমি ১০ (Vanilla Redmi 10) ফোনের ডিজাইন ইতিমধ্যেই বিভিন্ন মাইক্রোসাইটে প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে এই ফোনের ডিজাইন রেডমি ১০সি ফোনের মতোই হতে চলেছে। আর সেখান থেকেই অনুমান করা হয়েছে যে রেডমি ১০সি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবেই ভারতে লঞ্চ হবে রেডমি ১০ ফোন। বিভিন্ন মাইক্রোসাইটে ফাঁস হওয়া ডিজাইনে দেখা গিয়েছে, দুই ফোনেই একই ধরনের রেয়ার ক্যামেরা মডিউল ডিজাইন রয়েছে এবং একই জায়গায় তা সেট করা রয়েছে।
টিপস্টার পারস গগলানি জানিয়েছেন যে রেডমি ১০সি ফোন লঞ্চ হবে নাইজিরিয়াতে। কারণ একটি রিটেল বক্স দেখা গিয়েছে একটি ই-কমার্স সংস্থার সাইটে। এই টিপস্টারের আরও দাবি যে এই ফোন আফ্রিকাতেও লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর রেডমি ১০সি ফোনই ভারতে লঞ্চ হবে রেডমি ১০ হিসেবে, আগামী ১৭ মার্চ। নাইজিরিয়াতে লঞ্চ হতে চলা রেডমি ১০সি ফোনের রিটেল বক্স এবং ভারতে লঞ্চ হতে চলা রেডমি ১০ ভার্সানের ডিজাইনের তুলনা করা হয়েছে একটি মাইক্রোসাইটে। সেখানে দেখা যাচ্ছে, দুটো ফোনের ডিজাইনই প্রায় এক। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং চৌকো ক্যামেরা মডিউল রয়েছে এই দুই ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে। দুটো ফোনেই রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে। তার উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলে নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের স্ক্রিনের তিনপাশে রয়েছে পাতলা বেজেল আর নীচের দিকে রয়েছে একটি পুরু বেজেল লেয়ার। দুটো ফোনেরি ডানদিকে থাকছে ভলিউম রকার্স অর্থাৎ শব্দ বাড়ানোর বাটন এবং পাওয়ার বাটন।
রেডমি ১০ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো দেখে নিন এক ঝলকে