Redmi 10 Power: ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি র‍্যাম নিয়ে ভারতে লঞ্চ হল রেডমি ১০ পাওয়ার, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 21, 2022 | 3:07 PM

Redmi 10 Power: গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ৯ পাওয়ার ফোন। তারই সাকসেসর মডেল রেডমি ১০ পাওয়ার এবার লঞ্চ হল দেশে।

Redmi 10 Power: ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি র‍্যাম নিয়ে ভারতে লঞ্চ হল রেডমি ১০ পাওয়ার, দাম কত?
রেডমি ১০ পাওয়ার।

Follow Us

রেডমি ১০এ ফোনের সঙ্গে একইদিনে আরও একটি ফোন ভারতে লঞ্চ করেছে রেডমি সংস্থা (Redmi Smartphone)। শাওমির সাব-ব্র্যান্ড রেডমি এবার লঞ্চ করেছে রেডমি ৯ পাওয়ার ফোনের সাকসেসর মডেল রেডমি ১০ পাওয়ার (Redmi 10 Power)। একটিই স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০ পাওয়ার। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। পাওয়ার ব্ল্যাক এবং স্পোর্টি অরেঞ্জ- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি ১০ পাওয়ার। দেশে এই ফোনের বিক্রি কবে শুরু হবে তা জানা যায়নি এখনও। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট, Mi.com, Mi Home এবং রিটেল পার্টনার থেকে এই ফোন কেনা যাবে। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি ৯ পাওয়ার ফোন। তার ৬ মাস পর এবছর এপ্রিলে লঞ্চ হল সাকসেসর মডেল রেডমি ১০ পাওয়ার।

রেডমি ১০ পাওয়ার ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারগুলো দেখে নেওয়া যাক

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১১ এবং MIUI 13- র সাহায্যে।
  • রেডমি ১০ পাওয়ার ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন।
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি LPDDR4x র‍্যাম থাকতে পারে। এই র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো যায়। ৩ জিবি ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে প্রায় ৩ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
  • ক্যামেরার ক্ষেত্রে রেডমি ১০ পাওয়ার ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। তার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • রেডমি ১০ পাওয়ার ফোনে ১২৮ জিবি UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি এবং একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফোনের পিছনের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
  • রেডমি ১০ পাওয়ার ফোনে ৬০০০ এমএএইচের একটি ব্যাটারি রয়েছে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। যদিও ফোনের বাক্সে ১০ ওয়াটের চার্জার দেওয়া হবে কোম্পানির তরফে।

আরও পড়ুন- Redmi 10A: ৮৪৯৯ টাকায় ভারতে লঞ্চ হল রেডমি ১০এ, ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে

আরও পড়ুন- iPhone 16: ফুল স্ক্রিন ডিজ়াইনের স্মার্টফোন নিয়ে আসছে অ্যাপল, নাম আইফোন ১৬, ডিসপ্লের ভিতরে থাকবে ক্যামেরা

Next Article