3 লক্ষ সেট বিক্রির পর ফের শুরু হল Redmi 12 4G ফোনের বিক্রি, মিস করলেই লস
Redmi 12 4G Offers: যদি আপনি ব্যাঙ্ক অফারে ফোনটি কেনেন, তবে এর 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে 8,999 টাকা। আর 6 GB RAM এবং 128 GB ভ্যারিয়েন্ট 10,499 টাকায় কিনতে পারবেন।
Xiaomi-এর Redmi সম্প্রতি Redmi 12 4G এবং Redmi 12 5G লঞ্চ করেছে। উভয় ফোনই বাজেট রেঞ্জের ফোন। তাই বাজারে আসার পর থেকেই মানুষের মধ্যে বিরাট জনপ্রিয়তা পেয়েছে। কোম্পানি ফ্লিপকার্টে ব্যানারটি লাইভ করেছে, যার উপরে লেখা আছে ‘এমন অসাধারণ প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ’। এই ফোনের বিক্রয় আবার নতুন করে শুরু হয়েছে। ফোনটির প্রথম বিক্রি 4 অগস্ট হয়েছিল এবং কোম্পানি নিজেই প্রকাশ করেছিল যে এটি প্রথম দিনেই 300,000 ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে আবার নতুন করে এর বিক্রি শুরু করল কোম্পানিটি। আপনি এতে অনেক অফার পেয়ে যাবেন। ফলে ফোনের দাম কিছুটা কমবে। চলুন জেনে নেওয়া যাক।
যদি আপনি ব্যাঙ্ক অফারে ফোনটি কেনেন, তবে এর 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে 8,999 টাকা। আর 6 GB RAM এবং 128 GB ভ্যারিয়েন্ট 10,499 টাকায় কিনতে পারবেন। Redmi 12 5G-এর 8GB + 256GB ভ্যারিয়েন্টটিতে 1,000 টাকার ছাড় পাবেন। অর্থাৎ ফোনটি 14,999 টাকায় কেনা যাবে। উভয় ভ্যারিয়েন্টেই এক্সচেঞ্জ অফারের সুবিধা পাওয়া যাবে।
ফোনটি কেন এত জনপ্রিয়?
Redmi 12 4G ফোনটি MIUI 14 অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে চলে। এই 4G ফোনে MediaTek Helio G88 প্রসেসর পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.79-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এতে একটি গ্লাস ব্যাক প্যানেল রয়েছে, যা এই ফোনটিকে খুব সুন্দর একটি লুক দেয়।
এই 4G ফোনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পাওয়ার জন্য, Redmi 12 4G ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। Redmi 12 5G ভারতের প্রথম স্মার্টফোন যা Snapdragon 4 Gen 2 5G প্রসেসর দেওয়া হয়েছে। 5G ফোনের ডিসপ্লে 4G ভ্যারিয়েন্টের মতই।