বহু চর্চিত Redmi 12-র দাম মাত্র 9,999 টাকা, লিকস্টারের টুইট দেখে সকলে অবাক!
Redmi 12 4G মডেলের বেস ভ্যারিয়েন্ট তথা 4GB/128GB ভার্সনের দাম 9,999 টাকা। আর একটি মডেল হল 6GB/128GB, যার দাম এখনও পর্যন্ত জানা যায়নি। অন্য দিকে Redmi 12 5G মডেলেরও দুটি স্টোরেজ কনফিগারেশন মডেল থাকছে: 6GB/128GB এবং 8GB/256GB। এই ভার্সনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে।
Redmi 12 ফোনটি ভারতে আসছে 1 অগস্ট। আর তার কয়েক প্রহর আগে ফোনের দাম ফাঁস হয়ে গেল অনলাইনে। সম্প্রতি হ্যান্ডসেট মেকারটি Redmi 12 ফোনের কালার অপশন সম্পর্কেও জানিয়েছে। দীর্ঘ বেশ কিছু মাস ধরে এই ফোন সম্পর্কে একাধিক জল্পনা শোনা গিয়েছে। চিনে এই ফোনটি আগেই হাজির হয়েছে। এবার ভারতের পালা। দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে ফোনটি। এখন আর একটি লিক থেকে জানা গেল, Redmi 12 ফোনটি 4G ও 5G দুই অবতারেই হাজির হবে। ওই লিক থেকেই জানা গিয়েছে, Redmi 12 4G মডেলটির দাম হবে 9,999 টাকা এবং 5G মডেলের দাম হতে চলেছে 13,999 টাকা।
টিপস্টার অভিষেক যাদব তাঁর টুইটার প্রোফাইল থেকে এই খবর প্রকাশ করেছেন। সেই টুইটেই তিনি জানিয়েছেন, রেডমি 12 সিরিজ়ে থাকছে Redmi 12 4G এবং Redmi 12 5G এই দুটি ফোন। এই দুটি হ্যান্ডসেটেরই দুটি করে স্টোরেজ ভার্সন থাকবে। তাদের মধ্যে 4G মডেলের বেস ভ্যারিয়েন্ট তথা 4GB/128GB ভার্সনের দাম 9,999 টাকা। আর একটি মডেল হল 6GB/128GB, যার দাম এখনও পর্যন্ত জানা যায়নি। অন্য দিকে Redmi 12 5G মডেলেরও দুটি স্টোরেজ কনফিগারেশন মডেল থাকছে: 6GB/128GB এবং 8GB/256GB। এই ভার্সনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে।
1 অগস্ট ভারতে লঞ্চ করা হবে বাজেট সেগমেন্টের সবথেকে চর্চিত স্মার্টফোন Redmi 12। ফোনটি বাজার একবার হাজির হলে তা টক্কর দেবে Samsung Galaxy F44 এবং Poco M5 Pro সহ সাশ্রয়ী মূল্যের আরও একাধিক ফোনের সঙ্গে। চলতি বছরের জুন মাসে এই ফোনটি বিশ্বের আরও একাধিক প্রান্তে লঞ্চ করা হয়েছে। অ্যামাজ়ন এবং ফ্লিপকার্ট দুই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বিক্রি করা হবে ফোনটি। এদিকে অন্য আর একটি লিক থেকে জানা গিয়েছে, দুটি রঙে প্রাথমিক ভাবে ফোনটি ভারতে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই চিন, থাইল্যান্ড সহ আরও বেশ কিছু দেশে লঞ্চ করেছে ফোনটি।
পারফরম্যান্সের দিক থেকে Redmi 12 চালিত হবে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G88 চিপসেটের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি থাকছে এই ফোনে, যা 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একটি নতুন টিজ়ার থেকে ফোনটির দুটি কালার অপশনও নজরে এসেছে। সেখান থেকেই মনে করা হচ্ছে, জেড ব্ল্যাক এবং প্যাস্টেল ব্লু এই দুই রঙে লঞ্চ করতে পারে ফোনটি। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে এই ফোনে, যার সামনে থাকবে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।