Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

₹11,499-এর Redmi 13C স্মার্টফোন এখন 7,999 টাকায়, কোথায় মিলছে?

Redmi 13C Price: আপনার যদি একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজই কিনে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে বেশি টাকাও খরচ করতে হবে না। এই স্মার্টফোনটি কিনলে আপনি 1,000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ও পেয়ে যাবেন। এই ফোনে অনেক ফিচার পাওয়া যায়।

₹11,499-এর Redmi 13C স্মার্টফোন এখন 7,999 টাকায়, কোথায় মিলছে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 3:46 PM

Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi কয়েকদিন আগেই একটি সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটির নাম Redmi 13C। Redmi 13C এবং Redmi 13C 5G এর দু’টি মডেল পাওয়া যাচ্ছে। নন-5G ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হয়েছে। অর্থাৎ আপনি 5G কানেকশনে এই ফোনটি পাবেন না। তাই আপনার যদি একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজই কিনে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে বেশি টাকাও খরচ করতে হবে না। এই স্মার্টফোনটি কিনলে আপনি 1,000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ও পেয়ে যাবেন। এই ফোনে অনেক ফিচার পাওয়া যায়।

Redmi 13C এর দাম 8,999 টাকা। যেখানে Redmi ফোনে প্রাথমিক ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ এর পরে আপনি বাম্পার ডিসকাউন্ট চলছে। ফোনটি Mi.com এবং Amazon থেকে কেনা যাবে। 8GB + 256GB স্টোরেজ সহ ফোনটি 11,499 টাকায় কিনতে পারবেন। 6GB+128GB ভ্যারিয়েন্টটি 9,999 টাকায় অর্ডার করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফোনটিতে একটি 90Hz HD+ ডট ড্রপ ডিসপ্লে রয়েছে। এতে MediaTek Helio G85 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটির বেস মডেল 8,999 টাকা থেকে শুরু।

আরও অনেক অফার রয়েছে…

এই ফোনটি কেনার সময় আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে বাম্পার ডিসকাউন্ট পেয়ে যাবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই লেনদেনে আলাদা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। এই অফারটি ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং SBI কার্ডে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ছাড় পেতে, আপনাকে এই নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড থাকতে হবে। তবে আপনি 4GB + 128GB ভ্যারিয়েন্টটি 7,999 টাকায় কিনতে পারবেন।