AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi Note 10 Lite: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই ফোন, আসতে পারে রেডমি নোট ৯ প্রো ফোনের rebadged ভ্যারিয়েন্ট হিসেবে

অন্যদিকে, আবার ইন্দোনেশিয়ায় রেডমি নোট ১০- এর বিক্রি বন্ধ করে দিয়েছে শাওমি। শোনা গিয়েছে, চিপসেটের ঘাটতি থাকার কারণে এই ফোনের উৎপাদন বন্ধ করেছে সংস্থা।

Redmi Note 10 Lite: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে এই ফোন, আসতে পারে রেডমি নোট ৯ প্রো ফোনের rebadged ভ্যারিয়েন্ট হিসেবে
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 6:52 AM
Share

ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে রেডমি নোট ১০ লাইট ফোন। শোনা যাচ্ছে, রেডমি নোট ৯ প্রো ফোনের rebadged ভ্যারিয়েন্ট হতে পারে রেডমি নোট ১০ লাইট ফোন। গত বছর মার্চ মাসে ভারতে এই রেডমি নোট ৯ প্রো ফোন লঞ্চ করেছিল শাওমি। অন্যদিকে, আবার ইন্দোনেশিয়ায় রেডমি নোট ১০- এর বিক্রি বন্ধ করে দিয়েছে শাওমি। শোনা গিয়েছে, চিপসেটের ঘাটতি থাকার কারণে এই ফোনের উৎপাদন বন্ধ করেছে সংস্থা। উল্লেখ্য, রেডমি নোট ১০ ফোন চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিল। আর সেখানে ছিল Qualcomm Snapdragon ৬৭৮ প্রসেসর।

গত ২৩ অগস্ট টিপস্টার Kacper Skrzypek টুইট করে জানিয়েছেন যে সম্প্রতি রেডমি নোট ১০ লাইট ফোনের সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হল এই ফোনের মডেল নম্বর 2109106A1I। শেষে এই ‘I’ অক্ষর ইন্ডিয়া বা ভারতকে বোঝাচ্ছে বলে অনুমান। অর্থাৎ ভারতীয় মার্কেটে সম্ভবত দ্রুত লঞ্চ হতে পারে রেডমি নোট ১০ লাইট ফোন। এই টিপস্টার আরও জানিয়েছেন যে, নতুন এই ফোনের কোডনেম curtana। এই প্রসঙ্গে উল্লেখ্য, একসময় রেডমি নোট ৯ প্রো ফোনের কোডনেম ছিল curtana। গ্লোবাল মার্কেটে রেডমি নোট ৯ প্রো ফোন আবার লঞ্চ হয়েছিল রেডমি নোট ৯এস নামে। দু’টি ফোনের কোডনেম একই হওয়ায় এটা অনুমান করা হচ্ছে যে রেডমি নোট ১০ লাইট সম্ভবত রেডমি নোট ৯ প্রো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। গত বছর রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ফোনের সঙ্গে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৯ প্রো ফোন।

এর আগেও একই ফোনের হার্ডওয়্যার বিভিন্ন ফোনে ব্যবহার করেছেন শাওমি কর্তৃপক্ষ। ডিজাইনেও বিশেষ হেরফের হয়নি। এর ফলে একটি মডেলের রিব্র্যান্ডেড বা rebadged ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে নতুন মডেল। রেডমি নোট ১০ লাইটের ক্ষেত্রেও তাই-ই হতে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু রেডমি নোট ১০ লাইট শুধুমাত্র রেডমি নোট ৯ প্রো মডেলের rebadged ভার্সান হিসেবে লঞ্চ হবে নাকি নতুন ফোনে বেশ কিছু নতুন আপডেট থাকবে তা স্পষ্ট হয়নি। এমনকি শাওমি সংস্থার তরফেও রেডমি নোট ১০ লাইট ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও তথ্য ঘোষণা করা হয়নি।

অন্যদিকে জানা গিয়েছে, ইন্দোনেশিয়ায় রেডমি নোট ১০ ফোন ‘সোল্ড আউট’ হয়ে গিয়েছে। শাওমি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোয় এ খবর প্রকাশ করেছে। পাশাপাশি ইউজারদের রেডমি নোট ১০ ফোনের পরিবর্তে রেডমি নো ১০ প্রো, রেডমি নোট ১০এস অথবা রেডমি নোট ১০ ৫জি কেনার কথা বলছেন শাওমি কর্তৃপক্ষ। CNBC Indonesia- এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে চিপসেটের ঘাটতি থাকায় রেডমি নোট ১০ ফোনের উৎপাদন বন্ধ হয়েছে ইন্দোনেশিয়ায়। আগামী দিনে এই চিপসেটের ঘাটতি রেডমির অন্যান্য ফোনের উৎপাদনে প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোনের দাম কত হতে পারে ভারতে? কী কী ফিচারই বা থাকতে পারে