চিনে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১১ সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মডেল রেডমি নোট ১১ প্রো। সম্প্রতি আনুষ্ঠানিক লঞ্চের আগে নতুন করে এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। শুধুমাত্র ফিচার নয়, নতুন কালার অপশনও জানা গিয়েছে। জানা গিয়েছে, রেডমি নোট ১১ প্রো ফোনে থাকবে একটি MediaTek Dimensity ৯২০ প্রসেসর। এর সঙ্গেই থাকবে একটি ভেপার কুলিং চেম্বার। অনেকক্ষণ ফোন চালু থাকলে গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অতিরিক্ত তাপ ফোনের ভিতর থেকে বের করে ডিভাইস ঠাণ্ডা রাখাই মূল কাজ। আর সেই জন্যই রয়েছে এই বিশেষ ফিচার।
রেডমি নোট ৯ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১১ সিরিজ। সম্প্রতি এমনটাই জানিয়েছেন রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং। তিনি এও বলেছেন যে, শাওমির সাব-ব্র্যান্ড রেডমির প্রতি বছর দুটো জেনারেশনের ‘নোট’ সিরিজ লঞ্চ করে। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo- তে ইতিমধ্যেই রেডমি নোট ১১ প্রো সংক্রান্ত অনেক তীজার, পোস্টার প্রকাশ হয়েছে।
একনজরে রেডমি নোট ১১ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও ডিজাইন
এই ফোনে প্রসেসরের সঙ্গে দু’টি Cortex-A78 cores এবং একটি Mali-G68 MC4 GPU থাকবে। চিনের সংস্থার এই ফোন Shallow Dream Galaxy- এই রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি greenish-black hue রঙের মডেল। যদিও সেই রঙের নির্দিষ্ট কোনও নাম জানা যায়নি। এছাড়াও রেডমি নোট ১১ প্রো মডেল লঞ্চ হতে পারে Mysterious Blackland, Misty Forest, Shallow Meng Xinghe এবং Time Quiet Purple— এই চারটি রঙে।
রেডমি নোট ১১ সিরিজে থাকতে পারে রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস— এই তিনটি ফোন। আগামী ২৮ অক্টোবর চিনে এই তিনটি ফোন লঞ্চ হবে। রেডমি নোট ১১ সিরিজের ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা। অর্থাৎ ফোনের পিছনের অংশে থাকবে মোট তিনটি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনের পিছনে ম্যাট ফিনিশ গ্লাস ব্যাক ডিজাইন থাকবে বলে দেখা গিয়েছে ওই টিজারে। অন্যদিকে, রেডমি নোট ১১ প্রো ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
রেডমি নোট ১১ প্রো ফোনে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এছাড়াও থাকবে ৫০০০mAh ব্যাটারি। এর পাশাপাশি ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, সুরক্ষার জন্য ফোনগুলির ডিসপ্লেতে থাকবে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন এবং ৫জি কানেক্টিভিটি।
আরও পড়ুন- JioPhone Next: দিওয়ালির মধ্যেই ভারতে আসছে জিওফোন নেক্সট, ঘোষণা গুগলের সিইও সুন্দর পিচাইয়ের
আরও পড়ুন- Oppo A56 5G: দেখে নিন ওপ্পো ‘এ’ সিরিজের এই নতুন স্মার্টফোনের বিভিন্ন ফিচার