Oppo A56 5G: দেখে নিন ওপ্পো ‘এ’ সিরিজের এই নতুন স্মার্টফোনের বিভিন্ন ফিচার

ওপ্পো এ৫৬ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৫৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৮০০ টাকা। Cloud Smoke Blue, Soft Fog Black, Wind Chime Purple- তিন রঙে লঞ্চ হয়েছে ওপ্পো 'এ' সিরিজের এই ফোন। 

Oppo A56 5G: দেখে নিন ওপ্পো 'এ' সিরিজের এই নতুন স্মার্টফোনের বিভিন্ন ফিচার
চিনে লঞ্চ হওয়া এই ফোনের দাম কত?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 7:06 AM

চিনে লঞ্চ হয়েছে ওপ্পো ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন ওপ্পো এ৫৬ ৫জি। এই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরা সেট করার জন্য রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে ওপ্পো এই স্মার্টফোনে রয়েছে একটি MediaTek Dimensity ৭৯৯ প্রসেসর। এই ফোনে রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি। আপাতত তিনটি রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এ৫৬ ৫জি ফোন। ফোনের পিছনের অংশে আয়তাকার মডিউলে সেট করা রয়েছে ক্যামেরা সেনসর। এই মডিউলে দু’টি সেনসর বসানো রয়েছে একে অন্যের তলায়। এছড়াও রয়েছে ফ্ল্যাশ লাইট।

ওপ্পো এ৫৬ ৫জি ফোনের দাম চিনে কত?

ওপ্পো এ৫৬ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৫৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৮০০ টাকা। Cloud Smoke Blue, Soft Fog Black, Wind Chime Purple- তিন রঙে লঞ্চ হয়েছে ওপ্পো ‘এ’ সিরিজের এই ফোন।

ওপ্পো এ৫৬ ৫জি ফোনের বিভিন্ন ফিচার

  • অ্যানড্রয়েড ১১ বেসড ColorOS 11.1- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস A-Si ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
  • ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন।
  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Dimensity ৭০০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে রয়েছে Mali-G57 MC2 GPU এবং ৬ জিবি র‍্যাম।
  • এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি যা SDXC কার্ডের সাহায্যে বাড়ানো যায়।
  • ওপ্পো এ৫৬ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরায় রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স।
  • এই ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটার এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ওপ্পো এ৫৬ ৫জি ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট, ইউএসবি টাইপ- সি পোর্ট, ব্লুটুথ ভি ৫.১, ওয়াই-ফাই ৫, একটি ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক, জিপিএস এবং আরও অনেক কিছু। ফোনের ওজন ১৮৯.৫ গ্রাম।

আরও পড়ুন- Redmi Note 11 Series: এই সিরিজে রয়েছে দু’টি ‘প্রো’ মডেলের স্মার্টফোন, দেখে নিন খুঁটিনাটি ফিচার

আরও পড়ুন- iQoo Smartphones: দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে iQoo ৮ এবং iQoo ৮ লেজেন্ড, দেখুন বিভিন্ন ফিচার

আরও পড়ুন- JioPhone Next: ১৩ মেগাপিক্সেলের ‘রেয়ার ক্যামেরা’ থাকতে পারে জিওফোন নেক্সটে, জেনে নিন অন্যান্য সম্ভাব্য ফিচার