Redmi Note 11S: রেডমি নোট ১১- এর সঙ্গে একইদিনে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১এস, দেখুন দুই ফোন মিল-অমিল
তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১এস ৪জি ফোন।
রেডমি নোট ১১ ৪জি ফোনের সঙ্গে একই দিনের ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১এস ফোন (Redmi Note 11S)। এই ফোনেও রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আর ৩৩ ওয়াতের ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে প্রসেসরের ক্ষেত্রে দুই ফোনে পার্থক্য রয়েছে। রেডমি নোট ১১এস ফোনে একটি মিডিয়াটেক হেলিও চিপ রয়েছে (MediaTek Helio chip)। এই ফোনও একটি IP53-rated splash-resistant। রিয়েলমি নারজো ৩০ প্রো, ইনফিনিক্স নোট ১০ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতা হবে রেডমি নোট ১১এস ফোনের।
ভারতে রেডমি নোট ১১এস ফোনের দাম ও উপলব্ধতা
এই ফোনের ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৮,৪৯৯ টাকা। হরাইজন ব্লু, পোলার হোয়াইট এবং স্পেস ব্ল্যাক শেডে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১এস ফোন। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ফোন কেনা যাবে অ্যামাজন, Mi.com, Mi Home stores, Mi Studios এবং অন্যান্য বড় ফোনের দোকান থেকে। ফোন কেনার সময় ক্রেতারা যদি ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে এক হাজার টাকা ইনস্ট্যান্ট অফার পাবেন। এছাড়াও নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার ব্যবস্থাও রয়েছে।
রেডমি নোট ১১এস ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক MIUI 13- এর সাহায্যে।
- এই ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম।
- এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা রয়েছে সেটিংসে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি স্যামসাং HM2 সেনসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। আর এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- রেডমি নোট ১১এস ফোনে ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি৫.০, জিপিএস / এ – জিপিএস, Infrared (IR) blaster, টাইপ- সি ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ওজন ১৭৯ গ্রাম। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- Redmi Note 11 4G: ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ ৪জি ফোন, দাম কত? কী কী ফিচারই বা রয়েছে?