চিনের পর Redmi Note 12 Pro Plus এবার ভারতের বাজার কাঁপাতে আসছে, 200MP ক্যামেরা, দাম কত জানেন?

Redmi Note 12 Pro Plus একটি আদ্যোপান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে, যার দাম ভারতে 25,000 টাকার মধ্যেই হতে পারে। চিনে এই ফোনের দাম CNY 2,099, ভারতীয় মুদ্রায় যা প্রায় 23,000 টাকার কাছাকাছি।

চিনের পর Redmi Note 12 Pro Plus এবার ভারতের বাজার কাঁপাতে আসছে, 200MP ক্যামেরা, দাম কত জানেন?
চিনের পর এবার ভারতে আসার পালা Redmi Note 12 Pro Plus-এর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 6:44 PM

Xiaomi-র Redmi Note 12 Pro Plus ভারতে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আসলে কোম্পানির Redmi Note 12 5G সিরিজ়ের, যা ইতিমধ্যেই চিনে হাজির হয়েছে। এই সিরিজ়ে রয়েছে মোট তিনটি ফোন— Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus। এই তিন মডেলের মধ্যে মনে করা হচ্ছে, Xiaomi কেবলই Redmi Note 12 Pro Plus লঞ্চ করবে।

Redmi Note 12 Pro Plus: ভারতে সম্ভাব্য দাম

Redmi Note 12 Pro Plus একটি আদ্যোপান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে, যার দাম ভারতে 25,000 টাকার মধ্যেই হতে পারে। চিনে এই ফোনের দাম CNY 2,099, ভারতীয় মুদ্রায় যা প্রায় 23,000 টাকার কাছাকাছি। ফোনের বেস মডেলে রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। চিনে এই Redmi Note 12 Pro Plus-এর যা ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, তার ভারতীয় কাউন্টারপার্টটিও এক হতে পারে বলে মনে করা হচ্ছে।

Redmi Note 12 Pro Plus: স্পেসিফিকেশন, ফিচার

Redmi Note 12 Pro Plus-এ থাকছে একটি 6.67 ইঞ্চির ফুল HD OLED স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080-এর সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এর সঙ্গে।

কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এই Redmi Note 12 Pro Plus-এ। ফোনের পিছনে থাকছে 200MP মেইন ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

ডিভাইসটিতে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি থাকছে। 120W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে ফোনটি।