চুপিসাড়ে Samsung Galaxy A05-এর আগমন! মাত্র 12,499 টাকায় চমৎকার ফিচার্স
Samsung Galaxy A05 ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং তিনটি কালার মডেল রয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছে, সিলভার, ব্ল্যাক ও লাইট গ্রিন এই তিন কালার অপশনে পাওয়া যাবে Galaxy A05। ফোনের যে দুটি স্টোরেজ ভার্সন থাকছে, সেই দুটি হল 4GB/64GB এবং 6GB/128GB। এদের মধ্যে বেস 4GB RAM মডেলের দাম 12,499 টাকা এবং 6GB RAM মডেলটি পাওয়া যাবে 14,999 টাকায়।

চুপিসাড়ে Samsung একটি সস্তার ফোন লঞ্চ করে দিল ভারতে। সেই বাজেট স্মার্টফোনের নাম Samsung Galaxy A05। জনপ্রিয় ইলেকট্রনিক্স ই-রিটেল ওয়েবসাইট Cromaয় ফোনটি দেখা গিয়েছে সম্প্রতি। সেখান থেকে হ্যান্ডসেটটির দাম ও অন্যান্য আরও বেশ কিছু তথ্য জানা গিয়েছে। তবে, Samsung Galaxy A05 দেশের বেশিরভাগ পিন কোডেই এখন শিপিং করা হচ্ছে না। জানা গিয়েছে, স্যামসাং খুব শীঘ্রই ফোনটিকে অফিসিয়াল করবে। অন্তত ভারতের সমস্ত প্রান্তে জলদিই এই ফোনের শিপিংও শুরু হয়ে যাবে এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মেও চলে আসবে ফোনটি।
বিশ্বদরবারে এই ফোনটিই লঞ্চ করা হয়েছিল গত সেপ্টেম্বরে। সঙ্গে এসেছিল আরও একটি ফোন, যার নাম Galaxy A05s। ভারতে ইতিমধ্যেই চলে এসেছে Galaxy A05s, যার দাম 13,499 টাকা। এবার এসে গেল Galaxy A05 ফোনটিও।
ক্রোমা লিস্টিং অনুযায়ী, সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy A05 ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং তিনটি কালার মডেল রয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছে, সিলভার, ব্ল্যাক ও লাইট গ্রিন এই তিন কালার অপশনে পাওয়া যাবে Galaxy A05। ফোনের যে দুটি স্টোরেজ ভার্সন থাকছে, সেই দুটি হল 4GB/64GB এবং 6GB/128GB। এদের মধ্যে বেস 4GB RAM মডেলের দাম 12,499 টাকা এবং 6GB RAM মডেলটি পাওয়া যাবে 14,999 টাকায়।
এবারে আসা যাক ফোনের ফিচার ও স্পেসিফিকেশনের প্রসঙ্গে। বাজেট হ্যান্ডসেটটিতে রয়েছে 6.71 ইঞ্চির 720p PLS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 60Hz। ডিসপ্লের ঠিক উপরে সেলফি ক্যামেরার জন্য রয়েছে ড্রপ স্টাইল নচ। সেখানেই দেওয়া হচ্ছে 8MP সেন্সর।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হচ্ছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এই স্টোরেজ আবার আপনি বাড়িয়ে নিতে পারবেন। সফটওয়্যার হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব One UI Core এডিশন।
ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে Galaxy A05 ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি 2MP ডেপথ ক্যামেরা। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।





