Galaxy A14 5G এবং Galaxy A23 5G লঞ্চ করল Samsung, খরচ শুরু 16,499 টাকা থেকে, একাধিক আকর্ষণীয় ফিচার
Samsung ভারতে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল, যাদের নাম Galaxy A14 5G এবং Galaxy A23 5G। এদের মধ্যে Galaxy A14 5G-র দাম 16,499 টাকা এবং Galaxy A23 5G-র দাম 22,999 টাকা। এদের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
Samsung ভারতে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল, যাদের নাম Galaxy A14 5G এবং Galaxy A23 5G। এদের মধ্যে Galaxy A14 5G-র দাম 16,499 টাকা এবং Galaxy A23 5G-র দাম 22,999 টাকা। এদের মধ্যে সস্তার ফোনটিতে রয়েছে 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ। দামি ফোনটিতে রয়েছে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ পর্যন্ত। সেল শুরু হলে এই দুটি ফোনের উপরেই একাধিক ব্যাঙ্কের অফার দেবে Samsung। ফলে, ফোন দুটি সেলের প্রথম কয়েক দিন বেশ কম দামে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এই দুই ফোনের বিভিন্ন মডেলের দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য দেখে নেওয়া যাক।
Samsung Galaxy A14 5G: ভারতে দাম
মোট তিনটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি- ডার্ক রেড, লাইট গ্রিন এবং ব্ল্যাক। মোট তিনটি স্টোরেজ ভার্সনে নিয়ে আসা হয়েছে Galaxy A14 5G। তাদের মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 16,499 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজ ভার্সনের দাম 18,999 টাকা এবং হাই-এন্ড 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 20,999 টাকা। এই ফোন যাঁরা ক্রয় করবেন, তাঁরা SBI, IDFC এবং ZestMoney-র তরফ থেকে ডিসকাউন্ট অফার হিসেবে 1,500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।
Samsung Galaxy A23 5G: ভারতে দাম
এই ফোনটিরও তিনটি কালার অপশন রয়েছে- সিলভার, লাইট ব্লু এবং অরেঞ্জ। Samsung Galaxy A23 5G লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 22999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা। এই ফোনের ক্ষেত্রেও থাকছে SBI, IDFC এবং ZestMoney-র তরফে 1500 টাকার ক্যাশব্যাক অফার।
Samsung Galaxy A14 5G: স্পেসিফিকেশন, ফিচার
এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা একবার চার্জে দুই দিনের ব্যাকআপ দিতে পারবে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ডেপথ ও আর একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে ফোনটিতে। Galaxy A14 5G-র আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল প্রাইভেট শেয়ার, যা ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে গোপনে ছবি ও ভিডিয়ো শেয়ার করতে দেবে। চার বছরের সিকিওরিটি আপডেট এবং দুই বছরের OS আপগ্রেড পেয়ে যাবে ফোনটি। সফটওয়্যার হিসেবে হ্যান্ডসেটটিতে রয়েছে Exynos 1330 অক্টা-কোর প্রসেসর।
Samsung Galaxy A23 5G: স্পেসিফিকেশন, ফিচার
Galaxy A23 5G ফোনে রয়েছে 6.6 ইঞ্চির FHD+ স্ক্রিন, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মুধ স্ক্রলিং এবং ফ্লুইড স্ক্রিন ট্রান্জ়িশনের মতো মজাদার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এই ফোনের ব্যবহারকারীরা। এর এজ-টু-এজ ইনফিনিটি-ভি ডিসপ্লে, কন্টেন্ট এক্সপ্লোর এবং কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে বড় স্ক্রিনের অভিজ্ঞতাও দিতে পারবে। 5000mAh ব্যাটারি রয়েছে, যা নাগাড়ে দুই দিনের ব্যাকআপ দিতে পারে। ফোনটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, অ্যাডাপ্টিভ পাওয়ার-সেভিং মোডের মতোও গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এতে। কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের Samsung Galaxy A23 5G ফোনে 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। অন্যান্য ক্যামেরার মধ্যে রয়েছে একটি আলট্রা-ওয়াইড, একটি ডেপথ এবং আর একটি ম্যাক্রো। 3.5 বছরের সিকিওরিটি প্যাচ আপডেট পেয়ে যাবে ফোনটি। রয়েছে Exynos 1330 অক্টা-কোর প্রসেসর, যা দুরন্ত পারফর্ম করতে পারে এবং মাল্টিটাস্কিং এনহ্যান্সও করতে পারে।