Samsung Galaxy F14 5G লঞ্চ হল 12,990 টাকায়, 6,000mAh ব্যাটারি ও 50-মেগাপিক্সেল ক্যামেরা

Samsung Galaxy F14 5G Price: Samsung তার সাশ্রয়ী মূল্যের 5G ফোন নিয়ে ফিরে এসেছে। কোম্পানিটি ভারতে Samsung Galaxy F14 লঞ্চ করেছে। বড় স্ক্রিন, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ ফোনটিতে অনেক ফিচার দেওয়া হয়েছে।

Samsung Galaxy F14 5G লঞ্চ হল 12,990 টাকায়, 6,000mAh ব্যাটারি ও 50-মেগাপিক্সেল ক্যামেরা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2023 | 11:54 AM

Samsung Galaxy F14 5G Features: ভারতীয় বাজারে Samsung কোম্পানিটির বেশ রমরমা রয়েছে। তারা একের পর এক প্রিমিয়াম ফোন বাজারে এনে চলেছে। শুধুই প্রিমিয়াম ফোন নয়, অনেক মিড-রেঞ্জ স্মার্টফোনও রয়েছে। আর সেই সব মিড-রেঞ্জ স্মার্টফোনগুলি মানুষের কাছে বেশ জনপ্রিয়। এর কারণ হল Samsung তার মিড-রেঞ্জের ফোনগুলিতে দুর্দান্ত সব ফিচার দেয়, যা একটি দামি ফোনে থাকে। Samsung কিছু দিন আগে তার A-সিরিজের দু’টি মিড-রেঞ্জ স্মার্টফোন (Galaxy A34 5G এবং Galaxy A54 5G) ঘোষণা করেছিল। বর্তমানে Samsung তার সাশ্রয়ী মূল্যের 5G ফোন নিয়ে ফিরে এসেছে। কোম্পানিটি ভারতে Samsung Galaxy F14 লঞ্চ করেছে। বড় স্ক্রিন, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ ফোনটিতে অনেক ফিচার দেওয়া হয়েছে। ফোনটির দামও অনেক কম। চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy F14-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

Samsung Galaxy F14-এর ফিচার ও স্পেসিফিকেশন:

Samsung Galaxy F14-এ 90Hz রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন সহ একটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। এছাড়াও একটি ইনফিনিটি V নচ এবং কর্নিং-এর গরিলা গ্লাস 5 সুরক্ষা দেওয়া হয়েছে। ফোনটিতে Exynos 1330 SoC ব্য়বহার করা হয়েছে। এই চিপসেটটি 6GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Samsung Galaxy F14-এর ক্যামেরা ও ব্যাটারির প্রসঙ্গে বললে, এটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে। এছাড়াও সামনে ওয়াটারড্রপ নচের মধ্যে একটি 13-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Galaxy F14 ফোনটি Android 13-এর উপর ভিত্তি করে One UI Core 5.1-এ কাজ করে। সংস্থাটি 4 বছরের জন্য সিকিউরিটি আপডেটও দেবে বলে জানিয়েছে। কানেকশনের জন্য এই নতুন ফোনে, ব্লুটুথ 5.2, ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি এবং সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

Samsung Galaxy F14-এর দাম:

Samsung Galaxy F14-এর 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,990 টাকা এবং 6GB + 128GB ভ্য়ারিয়েন্টের দাম 14,490 টাকা। Samsung Galaxy F14 ফোনটি OMG Black, GOAT Green এবং BAE Purple এই তিনটি রঙয়ে পেয়ে যাবেন। এটি ফ্লিপকার্ট এবং Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিনে নিতে পারবেন। তবে আপনাকে ফোনটি কেনার জন্য় এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ ফোনটি চলতি বছরের 30 মার্চ থেকে বিক্রি শুরু হবে।