Samsung Galaxy F42 5G: ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি ‘এফ’ সিরিজের প্রথম ৫জি ফোন, দাম কত?

এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Dimensity ৭০০ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। এছাড়া এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি।

Samsung Galaxy F42 5G: ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের প্রথম ৫জি ফোন, দাম কত?
এই ফোনের দাম কত, দেখে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 3:59 PM

স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং ‘এ’ফ’ সিরিজের এই নতুন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। তার সঙ্গে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। স্যামসাং গ্যালাক্সি’ এফ’ প্রথম ৫জি ফোন হল এই মডেল। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Dimensity ৭০০ প্রসেসর।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের দাম কত?

দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। তার মধ্যে একটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। অন্যটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এর মধ্যে প্রথম কনফিগারেশনের দাম ২০,৯৯৯ টাকা। আর দ্বিতীয় স্টোরেজ ভ্যারিয়েন্টে ২২,৯৯৯ টাকা। আগামী ৩ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাং অনলাইন স্টোরে এবং দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোন কেনা যাবে।

লঞ্চ অফার হিসেবে বেশ কিছু টা কম দামে পাওয়া যাবে এই ফোন। ৬ জিবি র‍্যামের ফোন ১৭,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র‍্যামের ফোন ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও থাকবে। উল্লেখ্য, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’জ সেল যা ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে, সেখানে স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের এই কম দাম নির্দিষ্ট সময়ের জন্য বজায় থাকবে।

স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার

  • এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ বেসড One UI 3.1- এর সাহায্যে। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০Hz। ফোনের ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেট করার জন্য রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন।
  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর MediaTek Dimensity ৭০০ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম।
  • স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ডলবি অ্যাটমোস সাউন্ড সাপোর্ট।
  • স্যামসাং গ্যালাক্সি এফ৪২ ৫জি ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ১৫W- এর চার্জার।

আরও পড়ুন- Xiaomi 11 Lite 5G NE: ভারতে লঞ্চ হয়েছে শাওমির এই নতুন স্মার্টফোন, দেখে নিন বিভিন্ন ফিচার ও দাম