আজই লঞ্চ হচ্ছে Samsung Galaxy M34, সকলের আগ্রহ তুঙ্গে, কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং?
Samsung Galaxy M34 5G Price: কোম্পানির দাবি, একবার চার্জে স্মার্টফোনের ব্যাটারি 2 দিন পর্যন্ত চলতে পারে। এবার প্রশ্ন হল আপনি কোথা থেকে এই বাজেট স্মার্টফোনটি কিনতে পারবেন? আর কোথায়ই বা দেখবেন লঞ্চের লাইভ স্ট্রিমিং?
Samsung Galaxy M34 Features: জুলাই মাসের প্রথম থেকেই কোনও না কোনও স্মার্টফোন বাজারে আসছে। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভেবেছেন, তারা পছন্দ মতো যে কোনও একটি ফোন কিনে নিতে পারেন। আজ অর্থাৎ 7 জুলাই দুপুর 12টায়, কোরিয়ান কোম্পানি Samsung M সিরিজের অধীনে Samsung Galaxy M34 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি একটি বাজেট স্মার্টফোন যাতে আপনি 6000 mAh বড় ব্যাটারি, 50 MP প্রাইমারি ক্যামেরা এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে পাবেন। কোম্পানির দাবি, একবার চার্জে স্মার্টফোনের ব্যাটারি 2 দিন পর্যন্ত চলতে পারে। এবার প্রশ্ন হল আপনি কোথা থেকে এই বাজেট স্মার্টফোনটি কিনতে পারবেন? আপনি Amazon থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন। আপনি কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন।
Samsung Galaxy M34 5G-এর দাম:
টিপস্টার যোগেশ ব্রাড়ের মতে, স্মার্টফোনটির দাম 19 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। আপনি এটি তিনটি রঙে কিনতে পারবেন, যার মধ্যে রয়েছে মিডনাইট ব্লু, ওয়াটারফল ব্লু এবং প্রিজম সিলভার। Amazon এবং Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটে মোবাইলটি অর্ডার করতে পারবেন। তবে লঞ্চের ইভেন্টে ফোনটির অফিসিয়াল দাম সম্পর্কে জেনে যেতে পারবেন। আপনি SBI এবং ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে স্মার্টফোনটি কিনলে 10% ছাড় পাবেন।
Samsung Galaxy M34 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Samsung Galaxy M34-এ 120hz রিফ্রেশ রেট সহ একটি 6.5-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 50MP-এর। স্মার্টফোনটিতে 6000 mAh ব্যাটারি পাবেন, যা 2 দিন পর্যন্ত স্থায়ী থাকবে বলে কোম্পানির দাবি। মোবাইলে Exynos 1280 চিপসেটের সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানিটি ফোনে MediaTek Dimensity 1080 SoC চিপসেট ব্যবহার করেছে।
এখানেই শেষ নয়, আরও 3টি ফোন 10 জুলাই লঞ্চ হবে:
Oppo কোম্পানিটি 10 জুলাই Oppo Reno 10 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে, 3টি স্মার্টফোন লঞ্চ করবে, যার মধ্যে রয়েছে Oppo Reno 10, Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus। লঞ্চের আগেই টিপস্টার অভিষেক যাদব Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus-এর দাম শেয়ার করেছেন। তার মতে, ফোনটির দাম যথাক্রমে 40,999 টাকা এবং 54,999 টাকা হতে পারে।