AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tecno Pova 5 সিরিজের স্মার্টফোনে প্রচুর টাকার ছাড়, অফার 31 অগস্ট পর্যন্ত

Tecno Pova 5 Price: আপনি এই ফোনে MediaTek Helio G99 চিপসেট, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। স্মার্টফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে একটি বিশাল 6,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Tecno Pova 5 সিরিজের স্মার্টফোনে প্রচুর টাকার ছাড়, অফার 31 অগস্ট পর্যন্ত
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 7:30 PM
Share

Tecno চলতি মাসের শুরুতে Tecno Pova 5 এবং Tecno Pova 5 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। লঞ্চের কিছুদিন পরেই কোম্পানিটি দু’টি স্মার্টফোনেই কিছু বিশেষ অফার দিচ্ছে। বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি বিরাট জনপ্রিয়তা পেয়েছিল। এবার আপনি এই সুযোগে ফোনটি অনেক কম দামে কিনে ফেলতা পারবেন। আপনি ই-কমার্স ওয়েবসাইট Amazon থেকে সস্তায় Tecno Pova 5 সিরিজ কিনতে পারবেন। Tecno Pova 5 এবং Tecno Pova 5 Pro-তে EMI এবং নন-EMI এই দুই ক্ষেত্রেই ছাড় দেওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এতে কী কী অফার পাবেন? আর এই ফোনের দামই বা কত?

Tecno Pova 5 এবং Tecno Pova 5 Pro স্মার্টফোনের দাম ও অফার:

Tecno Pova 5-এর 8GB RAM + 128GB এর দাম 11,999 টাকা আর Tecno Pova 5 Pro-এর দাম 14,999 টাকা। দু’টি ফোনেই আপনি EMI-তে 1,000 টাকা বাঁচাতে পারেন। আপনি যদি BOB বা সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে মোবাইল ফোন কেনেন, তাহলে আপনি 750 টাকা ছাড় পাবেন। ব্যাঙ্ক অফারটি 31শে অগস্ট পর্যন্ত রয়েছে। তাই তার আগেই এই সুবিধা কাজে লাগিয়ে ফেলুন।

কেন কিনবেন এই ফোন?

Pova 5 এই সিরিজের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোন। এতে আপনি 6.78-ইঞ্চি FHD+ রেজোলিউশন সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে পাবেন, যা 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সেলফি তোলার জন্য স্মার্টফোনের পাঞ্চ-হোল কাট-আউটে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফোনের পিছনে একটি 50MP মেন লেন্স এবং একটি 0.08MP ডেপথ লেন্স সহ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।

আপনি এই ফোনে MediaTek Helio G99 চিপসেট, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। স্মার্টফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে একটি বিশাল 6,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি, ফোনটি এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

আর Tecno Pova 5 Pro একটি 5G ফোন, যার সামনে একটি 16MP ক্যামেরা পাওয়া যায়। পিছনের দিকের ক্যামেরা এবং ডিসপ্লের সাইজ Pova 5 এর মতই। ফোনটিতে 8GB RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ সহ Dimensity 6080 চিপসেট রয়েছে। Pova 5 Pro-তে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।