Tecno Spark 8T: ৮,৯৯৯ টাকায় ভারতে এল টেকনো স্পার্ক ৮টি, দুর্ধর্ষ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সম্পূর্ণ ফিচার্স দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 15, 2021 | 4:40 PM

Tecno Spark 8T Price, Specifications: ভারতে ৯ হাজার টাকার মধ্যেই নতুন স্মার্টফোন লঞ্চ করল টেকনো। সেই লেটেস্ট ফোনের সম্পূর্ণ ফিচার্স ও স্পেসিফিকেশনস জেনে নিন।

Tecno Spark 8T: ৮,৯৯৯ টাকায় ভারতে এল টেকনো স্পার্ক ৮টি, দুর্ধর্ষ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সম্পূর্ণ ফিচার্স দেখে নিন
প্রতীকী ছবি

Follow Us

বুধবার ভারতে একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করল টেকনো মোবাইল। সংস্থার সেই নতুন স্মার্টফোনের নাম টেকনো স্পার্ক ৮টি (Tecno Spark 8T)। চলতি বছরেরে সেপ্টেম্বরেই ভারতে যে টেকনো স্পার্ক ৮ লঞ্চ হয়েছিল, তারই আপগ্রেডেড ভার্সন হল এই লেটেস্ট মডেল। টেকনো স্পার্ক ৮টি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ডুয়াল রিয়ার ক্যামেরা যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল এবং অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি। মোট চারটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে ফোনটি।

টেকনো স্পার্ক ৮টি ভারতে দাম ও উপলব্ধতা

টেকনো স্পার্ক ৮টি ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে একটি মাত্রই স্টোরেজ অপশনে। ফোনটির ৪জিবি র‌্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৮,৯৯৯ টাকা। আতলান্তিক ব্লু, কোকোয়া গোল্ড, আইরিস পার্পল এবং তুর্কোইজ় সিয়ান – এই চারটি কালার মডেল রয়েছে ফোনটির। বুধবার থেকেই অ্যামাজনে এই ফোনটি কেনাকাটির জন্য উপলব্ধ হয়ে গিয়েছে।

টেকনো স্পার্ক ৮টি স্পেসিফিকেশনস

ডুয়াল-সিম সাপোর্টেড এই টেকনো স্পার্ক ৮টি ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক HiOS v7.6 অপারেটিং সিস্টেমের সাহায্যে চালিত হবে। একটি ৬.৬ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার পিক্সেল রেজোলিউশন ১০৮০X২৪০৮ পিক্সেলস, স্ক্রিন টু বডি রেশিও ৯১.৩ শতাংশ এবং পিক ব্রাইটনেস ৫০০ নিটস।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও এ৩৫ প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে ৪জিবি পর্যন্ত র‌্যাম এবং ৬৪জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ইউজাররা।

একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল এবং অ্যাপার্চার f/১.৬। ফোনের রিয়ার প্যানেলে একটি AI লেন্স এবং কোয়াড LED ফ্ল্যাশও রয়েছে। একাধিক আকর্ষণীয় ফটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফি মোড দেওয়া হয়েছে এই ব্যাক ক্যামেরা ইউনিটে। তার মধ্যেই উল্লেখযোগ্য হল, AI বিউটি, AR অ্যানিমোজি ও স্টিকার্স, গুগল লেন্স, টাইম ল্যাপস, স্লো মোশন, স্মার্ট পোর্ট্রেইট এবং ভিডিয়ো বোকে। অন্যান্য ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে ১০৮০ পিক্সেল টাইম-ল্যাপস ফটোগ্রাফি এবং ১২০fps স্লো মোশন। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, যাতে ডুয়াল ফ্ল্যাশ সাপোর্টও থাকছে।

কানেক্টিভিটির দিক থেকে এই টেকনো স্পার্ক ৮টি মডেলে দেওয়া হয়েছে ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো-ইউএসবি, FM রেডিও এবং একটি USB OTG। অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জি-সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সরও দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়াও রয়েছে একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফোনের আকর্ষণীয় একটি ফিচার হল, DTS সাউন্ড SOPLAY 2.0।

অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে টেকনো স্পার্ক ৮টি ফোনে, যা অপ্টিমাইজড পাওয়ার-সেভিং মোড সাপোর্ট করবে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এক বার চার্জেই এই ব্যাটারি ৩৮ দিনের স্ট্যান্ডবাই টাইম এবং ১২২ ঘণ্টার মিউজিক প্লেব্যাক অফার করবে। পাশাপাশি আবার পাওয়া যাবে ৪০ ঘণ্টার কলিং টাইম। এই হ্যান্ডসেটের আয়তন ১৬৪.২৫X৭৫.৮৭X৮.৮৫mm।

আরও পড়ুন: Budget Smartphones of 2021: চলতি বছর ভারতে লঞ্চ হওয়া সেরা ৫ বাজেট স্মার্টফোন, দাম ১০ হাজারের কম

আরও পড়ুন: Vivo S12 Series: চিনে লঞ্চ হতে চলেছে ভিভো এস১২ সিরিজ, আনুষ্ঠানিক ভাবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল সংস্থা

আরও পড়ুন: iPhone 14: আইফোন ১৪ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৮ জিবি র‍্যাম

Next Article