Vivo S12 Series: চিনে লঞ্চ হতে চলেছে ভিভো এস১২ সিরিজ, আনুষ্ঠানিক ভাবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল সংস্থা
শোনা গিয়েছে, ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো, এই দুই ফোনের সামনের ডিসপ্লেতে একটি স্কোয়ার নচ ডিজাইন থাকতে পারে।
ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে তাদের এস১২ সিরিজের ফোন আগামী ২২ ডিসেম্বর লঞ্চ হবে চিনে। এর মধ্যেই এই ফোনের রিজার্ভেশন অর্থাৎ প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ভিভো এস১২ সিরিজে দুটো ফোন লঞ্চ হতে পারে। একটি বেস ভ্যারিয়েন্ট ভিভো এস১২। আর অন্যটি ভিভো এস১২ প্রো। চিনের ওয়েবসাইটে ভিভো সংস্থা যে টিজার প্রকাশ করেছেন, সেখানে এই দুই ফোন সম্পর্কে কোনও স্পেসিফিকেশন বলা হয়নি। তবে এই টিজার থেকে ফোনের ডিজাইন সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গিয়েছে। ওই টিজাকের ভিভো এস১২ ফোনের সাইডের অংশের ছবি দেখা গিয়েছে। বলা হচ্ছে, চলতি বছর যে ভিভো এস১০ সিরিজ লঞ্চ হয়েছিল, তারই সাকসেসর হিসেবে ভিভো এস১২ সিরিজ লঞ্চ হতে চলেছে।
ভিভো কর্তৃপক্ষ তাঁদের আনুষ্ঠানিক ঘোষণায় বলেছেন আগামী ২২ ডিসেম্বর একটি অনলাইন ইভেন্ট আয়োজিত হতে চলেছে। ভিভোএস১২ স্মার্টফোন সিরিজ সেখানেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমান, লঞ্চের দিনই এই ফোনের সিরিজ সম্পর্কে অন্যান্য তথ্য প্রকাশ্যে আসবে। এর আগে TENAA এবং China Compulsory Certification (3C) ওয়েবসাইটেও বলা হয়েছিল যে, ভিভো এস১২ সিরিজ দুটো ফোন নিয়ে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ৭ সিরিজের সঙ্গে হয়তো চিনে লঞ্চ হবে ভিভো এস১২ সিরিজ।
শোনা গিয়েছে, ভিভো এস১২ এবং ভিভো এস১২ প্রো, এই দুই ফোনের সামনের ডিসপ্লেতে একটি স্কোয়ার নচ ডিজাইন থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গেই থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর। এই দুই ফোনের ব্যাক প্যানেলের রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও থাকতে পারে। ভিভো এস১২ প্রো ফোনে থাকতে পারে একটি কার্ভড এজ ডিসপ্লে। এই সিরিজের প্রথম কোনও ফোনে এই কার্ভড এজ ডিসপ্লে দেখা যাবে।
এর পাশাপাশি চিনের মাইক্রোব্লগিং সাইট উইবোতে মিডিয়াটেকের তরফে জানানো হয়েছে যে ভিভো এস১২ সিরিজ Dimensity ১২০০ প্রসেসর নিয়ে লঞ্চ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এস১০ সিরিজে মিডিয়াটেক Dimensity ১১০০ প্রসেসর ছিল। নতুন স্মার্টফোন সিরিজে তার থেকে আপগ্রেডেড প্রসেসর থাকতে পারে। OriginOS Ocean UI- এর সাহায্যে পরিচালিত হতে পারে ভিভো এস১২ সিরিজ। এখানে থাকতে পারে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।