Tecno Spark 9 লঞ্চ হল বিশাল 11GB RAM সহযোগে, মাত্র 9,499 টাকায় MediaTek Helio G37 প্রসেসর
Tecno Spark 9 Price And Specifications: 10,000 টাকার মধ্যে ভারতে একটি চমৎকার স্মার্টফোন নিয়ে এল টেকনো। সেই টেকনো স্পার্ক 9 ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নিন।

সপ্তাহের শুরুতেই ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল Tecno। সোমবার নির্ধারিত সময়েই ভারতে আবির্ভাব হল Tecno Spark 9 ফোনটির। এই নতুন টেকনো ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার 11GB RAM ও তার সঙ্গে ব্যাপক পারফরম্যান্স নির্ভর MediaTek Helio G37 প্রসেসর। 23 জুলাই থেকে অ্যামাজ়নে এই ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। চমৎকার HD+ রেজ়োলিউশনের ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট 90Hz। বেশ ভাল ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে, 13MP AI সেন্সর দেওয়া হয়েছে।
Tecno Spark 9: কেন এই ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
যেমনটা আমরা আগেই বললাম, এই ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার 11GB RAM। আসলে এই বিপুল পরিমাণ RAM বর্ধিত হিসেবেই কাজ করবে। এমনিতে ফোনটির সঙ্গে ফিজ়িক্যাল RAM হিসেবে 6GB দেওয়া হচ্ছে। এছাড়া স্টোরেজ থেকে 5GB অতিরিক্ত RAM-কে কাজে লাগিয়েই মোট 11GB RAM অফার করা হচ্ছে এই ফোনের সঙ্গে। ফোনটির দাম 10,000 টাকারও কম। Tecno দাবি করছে, এটিই ভারতের প্রথম স্মার্টফোন যাতে এত কম টাকার মধ্যে 11GB RAM দেওয়া হচ্ছে।
Tecno Spark 9: দাম ও উপলব্ধতা
এই টেকনো ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে 9,499 টাকা দামে। Amazon Prime Day Sale 2022-এ এই ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। সেখানে 23 জুলাই থেকেই কেনাকাটির জন্য উপলব্ধ হবে এই হ্যান্ডসেট। Tecno Spark 9 ফোনের মোট দুটি কালার অপশন রয়েছে: ইনফিনিটি ব্ল্যাক এবং স্কাই মিরর।
Tecno Spark 9: স্পেসিফিকেশন, ফিচার
একটি 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই স্মার্টফোনে, যার রিফ্রেশ রেট 90Hz এবং HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio G37 প্রসেসরের সাহায্যে। 6GB ফিজ়িক্যাল RAM এবং 5GB এক্সপ্যান্ডেবল ভার্চুয়াল RAM মিলিয়ে 11GB এক্সটেন্ডেড RAM রয়েছে এই ফোনে। পাশাপাশি 128GB পর্যন্ত বিল্ট ইন স্টোরেজ রয়েছে। টেকনোর তরফ থেকে জানানো হয়েছে, এই RAM বাড়িয়ে নেওয়ার জন্য OTA বা ওভার দ্য এয়ার আপডেট প্রয়োজন হতে পারে ব্যবহারকারীদের। অপ্টিক্সের দিক থেকে এই ফোনে একটি 13MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশও।
এই স্মার্টফোনে একটি ওয়াটার-ড্রপ স্টাইল নচ দেওয়া হয়েছে। সেখানেই রয়েছে ফোনের সেলফি ক্যামেরা। পিছনের ক্যামেরা মডিউলে থাকছে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও। এই Tecno Spark 9 ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও দেওয়া হয়েছে। DTA পাওয়ার্ড স্পিকার রয়েছে এই ফোনে। Android 12 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেমের সাহায্যে ফোনটি চলবে।
