AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi Note 12 কিনবেন ভাবছেন? তাহলে আরও দুটি মডেল পরখ করে নিন এখনই

Redmi Note 12 5G: Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi 2023 সালে ইতিমধ্যেই একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। যারমধ্যে রয়েছে Redmi Note 12 লাইনআপ। Redmi Note 12 এসেছে বাজেট রেঞ্জে। আর Note 12 Pro এবং Note 12 Pro+ যথাক্রমে লো-মিড ও হাই-মিড সেগমেন্টের অধীনে লঞ্চ হয়েছে।

| Edited By: | Updated on: Jan 11, 2023 | 9:00 AM
Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi 2023 সালে ইতিমধ্যেই একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। যারমধ্যে রয়েছে Redmi Note 12 লাইনআপ। Redmi Note 12 এসেছে বাজেট রেঞ্জে। আর Note 12 Pro এবং Note 12 Pro+ যথাক্রমে লো-মিড ও হাই-মিড সেগমেন্টের অধীনে লঞ্চ হয়েছে। 2023 সালে লঞ্চ হওয়া Xiaomi Redmi স্মার্টফোনের তালিকা তালিকা দেওয়া হল।

Xiaomi-র সাব-ব্র্যান্ড Redmi 2023 সালে ইতিমধ্যেই একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। যারমধ্যে রয়েছে Redmi Note 12 লাইনআপ। Redmi Note 12 এসেছে বাজেট রেঞ্জে। আর Note 12 Pro এবং Note 12 Pro+ যথাক্রমে লো-মিড ও হাই-মিড সেগমেন্টের অধীনে লঞ্চ হয়েছে। 2023 সালে লঞ্চ হওয়া Xiaomi Redmi স্মার্টফোনের তালিকা তালিকা দেওয়া হল।

1 / 9
Redmi Note 12 5G: এই ফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung AMOLED ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিভাইসে 6GB পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং 128 GB UFS 2.2 স্টোরেজ রয়েছে।

Redmi Note 12 5G: এই ফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung AMOLED ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিভাইসে 6GB পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং 128 GB UFS 2.2 স্টোরেজ রয়েছে।

2 / 9
ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল শ্যুটার। ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এতে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল শ্যুটার। ডিভাইসের সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেওয়া হয়েছে।

3 / 9
পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক এমআইইউআই 13 (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। দাম 18,499 টাকা।

পারফরম্যান্সের জন্য এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক এমআইইউআই 13 (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। দাম 18,499 টাকা।

4 / 9
Redmi Note 12 Pro: স্মার্টফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 20:9 এসপেক্ট রেশিও, 900 নিট পিক ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামট, এইচডিআর10+,ডলবি ভিশন এবং ওয়াইডভাইন L1 সাপোর্ট করে।

Redmi Note 12 Pro: স্মার্টফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 20:9 এসপেক্ট রেশিও, 900 নিট পিক ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামট, এইচডিআর10+,ডলবি ভিশন এবং ওয়াইডভাইন L1 সাপোর্ট করে।

5 / 9
এই ফোনে সর্বাধিক 12 GB LPDDR4x র‍্যাম এবং 256 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে। 50 মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।

এই ফোনে সর্বাধিক 12 GB LPDDR4x র‍্যাম এবং 256 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে। 50 মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।

6 / 9
মডেলটি 8 GB র‍্যাম + 128 GB স্টোরেজ, 8 GB র‍্যাম + 128 GB স্টোরেজ এবং 12 GB র‍্যাম + 256 GB স্টোরেজ কনফিগারেশনে বাজারে এসেছে। এগুলির দাম যথাক্রমে 21,999 টাকা, 23,999 টাকা এবং 24,999 টাকা রাখা হয়েছে। এটি অনিক্স ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং স্টারডাস্ট পার্পেল কালারে উপলব্ধ।

মডেলটি 8 GB র‍্যাম + 128 GB স্টোরেজ, 8 GB র‍্যাম + 128 GB স্টোরেজ এবং 12 GB র‍্যাম + 256 GB স্টোরেজ কনফিগারেশনে বাজারে এসেছে। এগুলির দাম যথাক্রমে 21,999 টাকা, 23,999 টাকা এবং 24,999 টাকা রাখা হয়েছে। এটি অনিক্স ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং স্টারডাস্ট পার্পেল কালারে উপলব্ধ।

7 / 9
Redmi Note 12 Pro Plus: এতে থাকছে একটি 6.67 ইঞ্চির ফুল HD OLED স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080-এর সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এর সঙ্গে।

Redmi Note 12 Pro Plus: এতে থাকছে একটি 6.67 ইঞ্চির ফুল HD OLED স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080-এর সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এর সঙ্গে।

8 / 9
কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এই Redmi Note 12 Pro Plus-এ। ফোনের পিছনে থাকছে 200MP মেইন ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এই Redmi Note 12 Pro Plus-এ। ফোনের পিছনে থাকছে 200MP মেইন ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

9 / 9
Follow Us: