স্মার্টফোন কেনার সময় তরুণ প্রজন্মের প্রথম পছন্দ হয় সেই ফোন যেখানে হাই কোয়ালিটির ক্যামেরা ফিচার্স (Camera Features) রয়েছে। কত মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে, সেলফি ক্যামেরা কেমন— এইসব দেখে ফোন কেনেন অনেকেই। তাদের জন্যই সুখবর দিল মোটোরোলা (Motorola Frontier)। শোনা যাচ্ছে মোটোরোলার একটি ফ্ল্যাগশিপ ফোনে (Flagship Phone) নাকি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর (200 Megapixel Camera Senosor) থাকতে পারে। মোটোরোলা এই ফোনের নাম ‘মোটরোলা ফ্রন্টায়ার’। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের এইচপিআই সেনসর থাকতে পারে এবং তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও মোটোরোলার এই ফ্ল্যাগশিপ ফোনে ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোটোরোলা ফ্রন্টায়ার ফোনে যদি সত্যিই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকে তাহলে এটিই হবে বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে।
মোটোরোলা ফ্রন্টায়ার ফ্ল্যাগশিপের ফোনের একটি ছবি চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবো- তে পোস্ট করেছেন টিপস্টার ফেনিবুক। এই ছবিতেই আভাস দেওয়া হয়েছে যে মোটোরোলার এই ফ্ল্যাগশিপ ফোনে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং ISOCELL HP1 সেনসর থাকতে পারে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই সেনসরের কথা বলা হয়েছিল। মোটোরোলা সংস্থার দাবি এই ক্যামেরা সেনসরের সাহায্যে ৮কে ভিডিয়ো রেকর্ডিং সম্ভব তাও আবার ৩০ এফপিএস- সহ। ফিল্ড ভিউয়ের খুব সামান্য অংশই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যখন ভিডিয়ো রেকর্ডিং করা হবে (7,680×4,320 pixels) তখন ওই এলাকার আশপাশের অনেকটা অংশই দেখা যাবে।
মোটোরোলা ফ্রন্টায়ার ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন