Budget Smartphones: 12,000 টাকার মধ্যে এই মুহূর্তের সেরা 10 ফোন, বাম্পার ক্যামেরা-দুরন্ত ডিসপ্লে, তালিকায় কে কে?

লো-বাজেট বা সস্তার ফোনের যাঁরা খোঁজ করছেন, তাঁদের বাজেট 12,000 টাকার বেশি হওয়ার কথা নয়। আর এই প্রাইস ক্যাটেগরিতে এই মুহূর্তের প্রায় সমস্ত জনপ্রিয় সংস্থার স্মার্টফোন রয়েছে। এমনই 10টা ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

Budget Smartphones: 12,000 টাকার মধ্যে এই মুহূর্তের সেরা 10 ফোন, বাম্পার ক্যামেরা-দুরন্ত ডিসপ্লে, তালিকায় কে কে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 9:04 PM

প্রতি মাসে দেশে এক প্রকার নিয়ম করে অগুনতি স্মার্টফোন (Smartphones) লঞ্চ হয়ে চলেছে। প্রিমিয়াম, মিড-রেঞ্জ, বাজেট – সব ক্যাটেগরিতেই থাকছে বিপুল সংখ্যক হ্যান্ডসেট। আর সেই কারণেই একটা ঠিকঠাক, যুতসই ফোন কিনতে গিয়ে রীতিমতো ধন্দ্বে পড়ে যাচ্ছেন উপভোক্তারা। লো-বাজেট বা সস্তার ফোনের (Budget Phones) যাঁরা খোঁজ করছেন, তাঁদের বাজেট 12,000 টাকার বেশি হওয়ার কথা নয়। আর এই প্রাইস ক্যাটেগরিতে এই মুহূর্তের প্রায় সমস্ত জনপ্রিয় সংস্থার স্মার্টফোন রয়েছে। এই রেঞ্জের ফোনগুলিতে একদিকে যেমন বেশ বড় ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি থাকে, তেমনই আবার তাদের গতিও দ্রুত, অ্যাডভান্সড প্রসেসর, শক্তিশালী ব্যাটারি, ভাল ক্যামেরা সেটআপ ইত্যাদির সবই থাকে। 12,000 টাকার মধ্যে এমনই কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।

1) Xiaomi Redmi 10 Prime – এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio G88 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। 50MP + 8MP + 2MP + 2MP কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 8MP সেন্সর। শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। অ্যামাজ়ন থেকে এই ফোন ক্রয় করলে খরচা হবে 10,999 টাকা।

2) INFINIX NOTE 11 – একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই হ্যান্ডসেটে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে একটি MediaTek Helio G88 অক্টা-কোর প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেলফির জন্য রয়েছে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা। 4GB RAM এবং 64GB স্টোরেজ রয়েছে এই স্মার্টফোনে। 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যামাজ়ন থেকে এই ফোন কিনতে খরচ হবে মাত্র 11,890 টাকা।

3) REALME NARZO 50A – সস্তার এই রিয়েলমি স্মার্টফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে। 50 + 2 + 2 MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। পাশাপাশি রয়েছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা। 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অ্যামাজ়নে এই ফোনের দাম মাত্র 11,499 টাকা।

4) REALME C35 – একটি 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 60Hz। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে একটি Unisoc T616 অক্টা-কোর প্রসেসর। এই প্রসেসর পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। 50 + 2 + 0.3 MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। ফোনটির দাম এখন মাত্র 11,999 টাকা।

5) INFINIX HOT 11S – বাজেট সেগমেন্টের আর একটি দুরন্ত হ্যান্ডসেট, যাতে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি MediaTek Helio G88 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। 4GB+64GB স্টোরেজ মডেল রয়েছে এই হ্যান্ডসেটের। 50 + 2 + AI MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে ইনফিনিক্স ফোনটিতে। রয়েছে 5,000mAh ব্যাটারি। এই ফোনের দাম এখন 10,499 টাকা।

6) XIAOMI REDMI NOTE 10T – সস্তার এই শাওমি স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে একটি MediaTek MT6833 প্রসেসর দেওয়া হয়েছে। রয়েছে 6GB+128GB স্টোরেজ ভার্সন। 48 + 2 + 2 MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। 5G সাপোর্টেড এই ফোনে অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটির দাম এই মুহূর্চে 11,999 টাকা।

7) POCO M4 5G – এই পোকো স্মার্টফোনটি পারফরম্যান্সের দিক থেকে একটি Qualcomm Snapdragon 678 প্রসেসরের সাহায্যে চালিত হবে। রয়েছে একটি 6.53 ইঞ্চির ডিসপ্লে। 4GB+128GB স্টোরেজ মডেল রয়েছে। 64 + 8 + 2 MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি রয়েছে। এই মুহূর্তে ফোনটির দাম মাত্র 9,070 টাকা।

8) MOTOROLA MOTO G30 – এই মোটোরলা স্মার্টফোনে একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে একটি Qualcomm SM6115 Snapdragon 662 অক্টা-কোর প্রসেসর। 64 + 8 + 2 + 2 MP কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর। শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের দাম এখন ভারতের বাজারে মাত্র 10,999 টাকা।

9) REALME NARZO 20 – বাজেট সেগমেন্টে রিয়েলমির আর একটি দুরন্ত ফোন, যাতে রয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে একটি MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর রয়েছে। 48 + 8 + 2 MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর সেলফির জন্য রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি রয়েছে। এই মুহূর্তে ফোনটির দাম 10,499 টাকা।

10) MICROMAX IN NOTE 1 – এই ফোনে একটি 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে MediaTek Helio G85 প্রসেসর দ্বারা। 48 + 5 + 2 + 2MP ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির দাম এই মুহূর্তে 10,999 টাকা।